ETV Bharat / state

Arijit Singh: নিজের শহরে আন্তর্জাতিক ক্রিকেট প্রশিক্ষণ শিবির গড়ছেন অরিজিৎ - অরিজিৎ

মানুষের সেবায় আরও একবার অন্য পদক্ষেপ ৷ নিজের শহর জিয়াগঞ্জে আন্তর্জাতিক মানের ক্রিকেট প্রশিক্ষণ শিবির গড়ছেন সুরের জাদুকর (Arijit Singh Makes a Cricket Pitch in Jiagunj) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 26, 2023, 12:44 PM IST

জিয়াগঞ্জ, 26 মার্চ: ভুবনজোড়া নাম মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের। বিশ্বজোড়া খ্যাতি হলেও মাটির মানুষ হিসেবেই পরিচিত সুরের জাদুকর। সঙ্গিত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করেন প্রতিনিয়তই। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের আর্থিক খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh Makes a Cricket Pitch)।

এর আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক লক্ষ টাকা ব্যয়ে চিকিৎসা সরঞ্জাম কিনে দিয়েছেন। প্রি-কোচিং সেন্টার তৈরি করছেন নিজের শহর জিয়াগঞ্জে। এবার উদ্যোগ নতুন প্রজন্মকে খেলার মাঠে টেনে আনার। শুরু করেছেন আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ তৈরি করার। আন্তর্জাতিক মানের কিউরেটর দিয়ে তৈরি হচ্ছে ক্রিকেট মাঠ। সবুজ ঘাসের মোড়কে ঢেকেছে মাঠের আউটফিল্ড। তৈরি হচ্ছে বাইশ গজের পিচ। পিচ ও মাঠ তৈরি করছেন ফিফার প্রশিক্ষিত তথা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কিউরেটর শঙ্কর ধর।

এনিয়ে শঙ্কর ধর বলেন, "ক্রিকেট-সহ ফুটবল মাঠ তৈরি করি আমি। সিএবির নির্দেশ মেনেই মাঠ তৈরি করছি। আন্তর্জাতিক স্তরের হবে এই মাঠ।" এই মূহূর্তে রাজ্যে পাঁচটি মাঠ তৈরি করছেন শঙ্করবাবু। তার মধ্যে অন্যতম এবং প্রধান আকর্ষণ হচ্ছে জিয়াগঞ্জের ক্রিকেট মাঠ। আউটফিল্ডের কাজ প্রায় নব্বই শতাংশ শেষ হয়ে গিয়েছে। মুখ গজিয়েছে ঘাসের চারার। সবুজে ঢেকেছে মাঠের আউটফিল্ড। পিচ তৈরি হলেই আগামী দু'মাসের মধ্যে মাঠে প্রশিক্ষণ শুরু হবে। অরিজিৎ সিংয়ের উদ্দেশ্য মুর্শিদাবাদ থেকে খুদে ক্রিকেটারদের বাছাই করে প্রশিক্ষণ দিয়ে রাজ্য ও জাতীয় স্তরে পৌঁছে দেওয়া ৷

আরও পড়ুন:কোচিং সেন্টার খুলতে গিয়েছিলেন অরিজিৎ সিং, আগুন জিয়াগঞ্জের সেই নার্সিং কলেজে

ক্রিকেট অ্যাকাডেমি খুলে আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষক দিয়েই প্রশিক্ষণ দেওয়া হবে। জিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের মাঠেই গড়ে উঠছে ক্রিকেট প্রশিক্ষণ শিবির। ওই স্কুলেরই ছাত্র গায়ক অরিজিৎ সিং। বর্তমানে স্কুলের পরিচালন সমিতির সভাপতিও তিনিই। নিজের শহরে অরিজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার ক্রিকেট প্রেমীরা। সুজন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ক্রিকেট মাঠ। কবে শিবির শুরু হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন আগ্রহীরা।

জিয়াগঞ্জ, 26 মার্চ: ভুবনজোড়া নাম মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের। বিশ্বজোড়া খ্যাতি হলেও মাটির মানুষ হিসেবেই পরিচিত সুরের জাদুকর। সঙ্গিত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করেন প্রতিনিয়তই। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের আর্থিক খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh Makes a Cricket Pitch)।

এর আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক লক্ষ টাকা ব্যয়ে চিকিৎসা সরঞ্জাম কিনে দিয়েছেন। প্রি-কোচিং সেন্টার তৈরি করছেন নিজের শহর জিয়াগঞ্জে। এবার উদ্যোগ নতুন প্রজন্মকে খেলার মাঠে টেনে আনার। শুরু করেছেন আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ তৈরি করার। আন্তর্জাতিক মানের কিউরেটর দিয়ে তৈরি হচ্ছে ক্রিকেট মাঠ। সবুজ ঘাসের মোড়কে ঢেকেছে মাঠের আউটফিল্ড। তৈরি হচ্ছে বাইশ গজের পিচ। পিচ ও মাঠ তৈরি করছেন ফিফার প্রশিক্ষিত তথা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কিউরেটর শঙ্কর ধর।

এনিয়ে শঙ্কর ধর বলেন, "ক্রিকেট-সহ ফুটবল মাঠ তৈরি করি আমি। সিএবির নির্দেশ মেনেই মাঠ তৈরি করছি। আন্তর্জাতিক স্তরের হবে এই মাঠ।" এই মূহূর্তে রাজ্যে পাঁচটি মাঠ তৈরি করছেন শঙ্করবাবু। তার মধ্যে অন্যতম এবং প্রধান আকর্ষণ হচ্ছে জিয়াগঞ্জের ক্রিকেট মাঠ। আউটফিল্ডের কাজ প্রায় নব্বই শতাংশ শেষ হয়ে গিয়েছে। মুখ গজিয়েছে ঘাসের চারার। সবুজে ঢেকেছে মাঠের আউটফিল্ড। পিচ তৈরি হলেই আগামী দু'মাসের মধ্যে মাঠে প্রশিক্ষণ শুরু হবে। অরিজিৎ সিংয়ের উদ্দেশ্য মুর্শিদাবাদ থেকে খুদে ক্রিকেটারদের বাছাই করে প্রশিক্ষণ দিয়ে রাজ্য ও জাতীয় স্তরে পৌঁছে দেওয়া ৷

আরও পড়ুন:কোচিং সেন্টার খুলতে গিয়েছিলেন অরিজিৎ সিং, আগুন জিয়াগঞ্জের সেই নার্সিং কলেজে

ক্রিকেট অ্যাকাডেমি খুলে আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষক দিয়েই প্রশিক্ষণ দেওয়া হবে। জিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের মাঠেই গড়ে উঠছে ক্রিকেট প্রশিক্ষণ শিবির। ওই স্কুলেরই ছাত্র গায়ক অরিজিৎ সিং। বর্তমানে স্কুলের পরিচালন সমিতির সভাপতিও তিনিই। নিজের শহরে অরিজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার ক্রিকেট প্রেমীরা। সুজন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ক্রিকেট মাঠ। কবে শিবির শুরু হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন আগ্রহীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.