সামশেরগঞ্জ, 16 মে : বাড়ি তৈরির জন্য ভিত কাটতে গিয়ে মাটির তলা থেকে উদ্ধার হল পাথরের চারটি মূর্তি । সামশেরগঞ্জ থানার জিয়াতপুর গ্রামের ঘটনা । মাটির তলা থেকে পাওয়া মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন দুরদুরান্তের মানুষ । পাথরে খোদাই করা চারটি কালো পাথরের মূর্তিই বিভিন্ন দেবদেবীর বলে দাবি স্থানীয়দের । চারটি মূর্তির মধ্যে একটি বড় মূর্তি এবং বাকি তিনটি ছোট ছোট মূর্তি বলে জানা গিয়েছে ৷ সেগুলি সবই বহু প্রাচীন বলেই বিশ্বাস গ্রামবাসীর । রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সামশেরগঞ্জ থানার পুলিশ এবং বিডিও পৌঁছেছেন গ্রামে ৷ তাঁরা কথা বলেছেন জমির মালিকের সঙ্গে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিয়াতপুর গ্রামের বাসিন্দা হরিপদ দাস জায়গা কিনে সেখানে বাড়ি তৈরির জন্য ভিত খুঁড়ছিলেন ৷ গর্ত চার-পাঁচ ফুট গভীর হওয়ার পরই পাথরে শাবল লাগে ৷ অতি সাবধানে খনন করতেই উঠে আসে একটি বড় পাথর । পাথরটি তুলে দেখতে পাওয়া যায় তাতে খোদাই করা রয়েছে মূর্তি । তার সঙ্গেই আরও তিনটি ছোট আকারের পাথরের টুকরো পাওয়া যায় ৷ প্রত্যেকটিতেই রয়েছে বিভিন্ন আকৃতির মূর্তি ।
গ্রামবাসীর দাবি, কালো পাথরের একটিতে রয়েছে বিষ্ণুর মূর্তি । মূর্তি ওঠার পরই বন্ধ রাখা হয়েছে খননকার্য । মূর্তিগুলি রাজা শশাঙ্কের আমলের বলেই অনেকে দাবি করেছেন । মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী । অপরদিকে মালদার গৌড় ওই স্থান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ৷ মূর্তিগুলি দেখতে আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন । প্রত্নতত্ত্ব বিভাগে খবর দেওয়া হয়নি বলেই জানিয়েছেন গ্রামবাসী । ঘটনায় হুলুস্থুল পড়েছে সামশেরগঞ্জে ৷
আরও পড়ুন: আজ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ হল তারাপীঠ মন্দির