জলঙ্গি, 18 জুন : দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের মহিলা প্রধানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল জলঙ্গি ব্লক পাঁচ নম্বর খয়রামারি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ৷ বিডিও-র সামনেই দলীয় পঞ্চায়েত সদস্যদের হাতে হেনস্থা , কান্নায় ভেঙে পড়লেন মহিলা পঞ্চায়েত প্রধান । পুলিশের সামনেই মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ ।
তৃণমূল পরিচালিত জলঙ্গি ব্লকের পাঁচ নম্বর খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম সেলিনা বিবি । তিন দিন আগে জলঙ্গি ব্লকের বিডিও শোভন দাসের কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা । প্রধান সেলিনা বিবির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবি তোলেন তাঁরা । বৃহস্পতিবার সেই বিষয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে বৈঠক ডাকেন বিডিও । সেই বৈঠকে হাজির হন বিডিও শোভন দাস, সাগরপাড়া থানার ওসি বিশ্বজিৎ হালদারসহ পঞ্চায়েত প্রধান ও সদস্যরা ।
আরও পড়ুন : বিজেপির এগিয়ে থাকা বুথে পরিষেবা নয়, ফতোয়ায় ইস্তফা পঞ্চায়েত প্রধানের
অভিযোগ, বৈঠকে যোগ দিতে আসার সময় সেলিনা বিবিকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ ও পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা । শুরু হয় হাতাহাতি । পুলিশের সামনেই প্রধানকে হেনস্থা করার অভিযোগ ওঠে । পুলিশ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রধানকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করে । এরপর সভাকক্ষে এসে কান্নায় ভেঙে পড়েন সেলিনা বিবি । বাইরে তখন উত্তেজিত জনতাকে সামাল দিচ্ছিল পুলিশ । ভেস্তে যায় আলোচনা সভা । অবশেষে বিডিও নিজের গাড়িতে করে সেলিনা বিবিকে বাড়ি পৌঁছে দেন ।