ETV Bharat / state

বচসা চলাকালীন ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ মুর্শিদাবাদে , অভিযুক্ত পলাতক - Murder in Ichaganj , Murshidabad

বুধবার সকালে রাজমিস্ত্রির কাজ করছিলেন মোজাম্মেল শেখ নামে এক ব্যক্তি ৷ সেইসময় দুই ব্যক্তি মোটরবাইকে করে এসে তাঁর সঙ্গে বচসা শুরু করে ৷ এমনকী , খুনের হুমকি দেয় বলে অভিযোগ ৷ তাতে বচসা আরও বেড়ে যায় । এরপর হঠাৎ-ই একজন বন্দুক বের করে মোজাম্মেলকে দু’বার গুলি করে বলে অভিযোগ । মুর্শিদাবাদ থানার ইচ্ছাগঞ্জ এলাকার ঘটনা ৷

Murshidabad
মুর্শিদাবাদ
author img

By

Published : May 13, 2020, 9:43 PM IST

মুর্শিদাবাদ , 13 মে : বচসা চলাকালীন খুনের হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা ৷ এরপর বচসা বেড়ে গেলে হঠাৎই তারা গুলি চালিয়ে খুন করে বলে অভিযোগ ৷ মৃতের নাম মোজাম্মেল শেখ(37) ৷ মুর্শিদাবাদ থানার ইছাগঞ্জ এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার সকালে ইছাগঞ্জ এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন মোজাম্মেল শেখ নামে ওই ব্যক্তি ৷ সেইসময় হঠাৎই দুই ব্যক্তি মোটরবাইকে করে এসে তাঁর সঙ্গে বচসা শুরু করে ৷ তাদের মধ্যে চানারুল নামে এক ব্যক্তি পূর্ব পরিচিত বলে জানা গেছে ৷ সঙ্গে ছিল তাঁর সহকর্মী ৷

অভিযোগ, বচসা চলাকালীন তাঁকে প্রাণে মারার হুমকি দেয় ওই দুই দুষ্কৃতী ৷ তাতে বচসা আরও বেড়ে যায় । এরপর হঠাৎ-ই একজন বন্দুক বের করে মোজাম্মেলকে দু’বার গুলি করেন বলে অভিযোগ । একটি গুলি তাঁর বুকে লাগে ও আরেকটি গুলি ছিটকে যায় । গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে আসলে ওই দুই দুষ্কৃতী পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ ৷ এরপর মোজাম্মেলকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পরিবার সূত্রে জানা গেছে , চানারুলের সঙ্গে মোজাম্মেলের অনেক পুরানো বিবাদ ছিল । তার জেরে এই খুন বলে মনে করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ ।

মুর্শিদাবাদ , 13 মে : বচসা চলাকালীন খুনের হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা ৷ এরপর বচসা বেড়ে গেলে হঠাৎই তারা গুলি চালিয়ে খুন করে বলে অভিযোগ ৷ মৃতের নাম মোজাম্মেল শেখ(37) ৷ মুর্শিদাবাদ থানার ইছাগঞ্জ এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার সকালে ইছাগঞ্জ এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন মোজাম্মেল শেখ নামে ওই ব্যক্তি ৷ সেইসময় হঠাৎই দুই ব্যক্তি মোটরবাইকে করে এসে তাঁর সঙ্গে বচসা শুরু করে ৷ তাদের মধ্যে চানারুল নামে এক ব্যক্তি পূর্ব পরিচিত বলে জানা গেছে ৷ সঙ্গে ছিল তাঁর সহকর্মী ৷

অভিযোগ, বচসা চলাকালীন তাঁকে প্রাণে মারার হুমকি দেয় ওই দুই দুষ্কৃতী ৷ তাতে বচসা আরও বেড়ে যায় । এরপর হঠাৎ-ই একজন বন্দুক বের করে মোজাম্মেলকে দু’বার গুলি করেন বলে অভিযোগ । একটি গুলি তাঁর বুকে লাগে ও আরেকটি গুলি ছিটকে যায় । গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে আসলে ওই দুই দুষ্কৃতী পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ ৷ এরপর মোজাম্মেলকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পরিবার সূত্রে জানা গেছে , চানারুলের সঙ্গে মোজাম্মেলের অনেক পুরানো বিবাদ ছিল । তার জেরে এই খুন বলে মনে করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.