ETV Bharat / state

BJP কর্মীদের উপর হামলা, পেটানো হল লাঠি ও রড দিয়ে

BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল TMC-র বিরুদ্ধে। 5 জন জখম হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি।

author img

By

Published : Apr 13, 2019, 1:48 PM IST

বহরমপুর, 13 এপ্রিল : BJP কর্মীদের উপর লাঠি নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে। গতরাতে ইসলামপুর বাজারের ঘটনা। ঘটনায় জখম হয়েছেন পাঁচ BJP কর্মী। BJP কর্মী ইন্তাজুল শেখ গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে আজ বিকেলে জলঙ্গি থানার শেখপাড়ায় BJP নেতা মুক্তার আব্বাস নাকভির জনসভা হওয়ার কথা ছিল। জনসভার জন্য গতরাতে 12 জন BJP কর্মী ইসলামপুর বাজারে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন টাঙাচ্ছিলেন। ইন্তাজুল শেখের অভিযোগ, "সেইসময় তৃণমূলের 50 জন সশ্রস্ত্র গুন্ডা আমাদের উপর হামলা চালায়। রড, লাঠি ও পিস্তলের বাট দিয়ে আমাদের মারধর করে।" BJP কর্মীদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির অনুগামী। তাদের মধ্যে দু'জন ব্লক সভাপতির ভাই।

এই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পুলিশ এখনও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করেনি।

বহরমপুর, 13 এপ্রিল : BJP কর্মীদের উপর লাঠি নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে। গতরাতে ইসলামপুর বাজারের ঘটনা। ঘটনায় জখম হয়েছেন পাঁচ BJP কর্মী। BJP কর্মী ইন্তাজুল শেখ গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে আজ বিকেলে জলঙ্গি থানার শেখপাড়ায় BJP নেতা মুক্তার আব্বাস নাকভির জনসভা হওয়ার কথা ছিল। জনসভার জন্য গতরাতে 12 জন BJP কর্মী ইসলামপুর বাজারে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন টাঙাচ্ছিলেন। ইন্তাজুল শেখের অভিযোগ, "সেইসময় তৃণমূলের 50 জন সশ্রস্ত্র গুন্ডা আমাদের উপর হামলা চালায়। রড, লাঠি ও পিস্তলের বাট দিয়ে আমাদের মারধর করে।" BJP কর্মীদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির অনুগামী। তাদের মধ্যে দু'জন ব্লক সভাপতির ভাই।

এই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পুলিশ এখনও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করেনি।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.