ETV Bharat / state

পঞ্চায়েত প্রধান ও সদস্যের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজন-পোষণের অভিযোগ - ইন্দিরা আবাস যোজনা

গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের যাঁরা দায়িত্বে আছেন তাঁরা তাদের ঘনিষ্ঠ ও আত্মীয়দের নাম তালিকায় প্রকাশ করেছেন ।

মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ
author img

By

Published : Sep 7, 2020, 11:00 PM IST

খড়গ্রাম, 7 সেপ্টেম্বর : ইন্দিরা আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরাঙ্গ ঘোষ ও পঞ্চায়েত সদস্যা ছন্দা রাজবংশীর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা । সেই অভিযোগে গতকাল সন্ধ্যায় ওই পঞ্চায়েত সদস্য ও প্রধানকে ঘেরাও করে গ্রামবাসীরা । পঞ্চায়েত সদস্যের বাড়িতেও চড়াও হন ।

পঞ্চায়েত সমিতির সদস্য ক্ষেত্রনাথ মণ্ডলের অভিযোগ, "ইন্দিরা আবাস যোজনাতে যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে ,তাতে যাদের সাহায্য পাওয়া উচিত সেই সমস্ত ব্যাক্তিদের নাম তালিকায় নেই । এই বিষয়ে পঞ্চায়েত সদস্যদের কাছে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি ।" তিনি আরও বলেন, "একই ব্যক্তি 2-3 বার করে ঘরের টাকা পাচ্ছে । এবিষয়ে পঞ্চায়েত সদস্য ছন্দা রাজবংশীর কাছে জানতে চাওয়া হলে উনি পরিষ্কার বলেন উনি কোনও কিছুই জানেন না ।"

গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের যাঁরা দায়িত্বে আছেন তাঁরা ঘনিষ্ঠ ও আত্মীয়দের নাম তালিকায় প্রকাশ করেছেন । এরপরই শুক্রবার গ্রাম পঞ্চায়েতের সদস্য ছন্দা রাজবংশী ও উনার সহকর্মীদের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা । এই ঘটনার জেরে গতকাল পঞ্চায়েত প্রধান, সদস্য ও এলাকাবাসীদের নিয়ে একটি বৈঠক ডাকা হয় ৷ বৈঠকে ছিলেন পঞ্চায়েত প্রধান গৌরাঙ্গ ঘোষ ও পঞ্চায়েত সদস্যা ছন্দা রাজবংশী ৷ সেই সঙ্গে ছিলেন খড়গ্রাম উত্তর ব্লক সভাপতি সমর সাহা ৷ বৈঠকে পুরোনো তালিকা বাতিল করে যথাযথ নামের তালিকা তৈরির আবেদন জানানো হয় ৷ কিন্তু বচসার জেরে সমস্যার কোনও সুরাহা না করেই ফিরে যান পঞ্চায়েত প্রধান, সদস্য এবং গ্রামের বাসিন্দারা ।

এরপরই রাতে ফের 250 গ্রামবাসী পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ৷ সেই সঙ্গে অবিলম্বে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখানো হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।

খড়গ্রাম, 7 সেপ্টেম্বর : ইন্দিরা আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরাঙ্গ ঘোষ ও পঞ্চায়েত সদস্যা ছন্দা রাজবংশীর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা । সেই অভিযোগে গতকাল সন্ধ্যায় ওই পঞ্চায়েত সদস্য ও প্রধানকে ঘেরাও করে গ্রামবাসীরা । পঞ্চায়েত সদস্যের বাড়িতেও চড়াও হন ।

পঞ্চায়েত সমিতির সদস্য ক্ষেত্রনাথ মণ্ডলের অভিযোগ, "ইন্দিরা আবাস যোজনাতে যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে ,তাতে যাদের সাহায্য পাওয়া উচিত সেই সমস্ত ব্যাক্তিদের নাম তালিকায় নেই । এই বিষয়ে পঞ্চায়েত সদস্যদের কাছে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি ।" তিনি আরও বলেন, "একই ব্যক্তি 2-3 বার করে ঘরের টাকা পাচ্ছে । এবিষয়ে পঞ্চায়েত সদস্য ছন্দা রাজবংশীর কাছে জানতে চাওয়া হলে উনি পরিষ্কার বলেন উনি কোনও কিছুই জানেন না ।"

গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের যাঁরা দায়িত্বে আছেন তাঁরা ঘনিষ্ঠ ও আত্মীয়দের নাম তালিকায় প্রকাশ করেছেন । এরপরই শুক্রবার গ্রাম পঞ্চায়েতের সদস্য ছন্দা রাজবংশী ও উনার সহকর্মীদের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা । এই ঘটনার জেরে গতকাল পঞ্চায়েত প্রধান, সদস্য ও এলাকাবাসীদের নিয়ে একটি বৈঠক ডাকা হয় ৷ বৈঠকে ছিলেন পঞ্চায়েত প্রধান গৌরাঙ্গ ঘোষ ও পঞ্চায়েত সদস্যা ছন্দা রাজবংশী ৷ সেই সঙ্গে ছিলেন খড়গ্রাম উত্তর ব্লক সভাপতি সমর সাহা ৷ বৈঠকে পুরোনো তালিকা বাতিল করে যথাযথ নামের তালিকা তৈরির আবেদন জানানো হয় ৷ কিন্তু বচসার জেরে সমস্যার কোনও সুরাহা না করেই ফিরে যান পঞ্চায়েত প্রধান, সদস্য এবং গ্রামের বাসিন্দারা ।

এরপরই রাতে ফের 250 গ্রামবাসী পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ৷ সেই সঙ্গে অবিলম্বে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখানো হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.