ETV Bharat / state

Unrest in Beldanga : নবী বিতর্কের মধ্যেই তরুণীর পোস্ট ঘিরে রণক্ষেত্র বেলডাঙা, বন্ধ ইন্টারনেট পরিষেবা

author img

By

Published : Jun 11, 2022, 8:37 PM IST

হাওড়ার অশান্তির ঘটনার পাশাপাশি নবী-বিতর্কে সোশ্যাল মিডিয়ায় তরুণীর পোস্ট ঘিরে এবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙা (Unrest in Beldanga)। শুক্রবার রাত থেকে দফায়-দফায় থানা ঘিরে চলল বিক্ষোভ, ইট বৃষ্টি ৷

Unrest in Beldanga
নবী বিতর্কের মধ্যেই তরুণীর পোস্ট ঘিরে রণক্ষেত্র বেলডাঙা

বেলডাঙা, 11 জুন : বিজেপি-র জাতীয় মুখপাত্র নূপুর শর্মার নবী মন্তব্যে উত্তাল দেশ ৷ সারা দেশের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের বিক্ষোভের আঁচে পুড়ছে এরাজ্যও ৷ হাওড়ার অশান্তির ঘটনার পাশাপাশি নবী-বিতর্কে সোশ্যাল মিডিয়ায় তরুণীর পোস্ট ঘিরে এবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙা (Unrest in Beldanga)। শুক্রবার রাত থেকে দফায়-দফায় থানা ঘিরে চলল বিক্ষোভ, ইট বৃষ্টি ৷

এমনকী সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে তরুণীকে গ্রেফতার করার পরেও স্বাভাবিক হয়নি পরিস্থতি ৷ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। নূপুর শর্মার নবী সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়ার বিক্ষোভকারী সংখ্যালঘু সম্প্রদায়কে অভিযুক্ত বেলডাঙ্গা থানার সুরুলিয়া কলোনি এলাকার ওই তরুণী তরুণী সোশ্যাল মিডিয়া পোস্টে দেশ ছেড়ে চলে যাওয়ার নিদান দেন ৷ সেই পোস্ট ঘিরেই উত্তাল হয়ে ওঠে বেলডাঙা ৷ বিক্ষোভ-প্রতিবাদের আঁচ এতটাই মারাত্মক আকার নিয়েছে, যে বেলডাঙা এবং সংলগ্ন রেজিনগর এবং শক্তিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (After Howrah Internet Suspended in Beldanga) ৷

আরও পড়ুন : হাওড়ায় বন্ধ ইন্টারনেট, গ্রেফতার অন্তত 53

শুক্রবার সন্ধ্যায় এক তরুণীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে দফায়-দফায় রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা থানার বিভিন্ন এলাকা ৷ থানা-পুলিশ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

বেলডাঙা, 11 জুন : বিজেপি-র জাতীয় মুখপাত্র নূপুর শর্মার নবী মন্তব্যে উত্তাল দেশ ৷ সারা দেশের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের বিক্ষোভের আঁচে পুড়ছে এরাজ্যও ৷ হাওড়ার অশান্তির ঘটনার পাশাপাশি নবী-বিতর্কে সোশ্যাল মিডিয়ায় তরুণীর পোস্ট ঘিরে এবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙা (Unrest in Beldanga)। শুক্রবার রাত থেকে দফায়-দফায় থানা ঘিরে চলল বিক্ষোভ, ইট বৃষ্টি ৷

এমনকী সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে তরুণীকে গ্রেফতার করার পরেও স্বাভাবিক হয়নি পরিস্থতি ৷ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। নূপুর শর্মার নবী সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়ার বিক্ষোভকারী সংখ্যালঘু সম্প্রদায়কে অভিযুক্ত বেলডাঙ্গা থানার সুরুলিয়া কলোনি এলাকার ওই তরুণী তরুণী সোশ্যাল মিডিয়া পোস্টে দেশ ছেড়ে চলে যাওয়ার নিদান দেন ৷ সেই পোস্ট ঘিরেই উত্তাল হয়ে ওঠে বেলডাঙা ৷ বিক্ষোভ-প্রতিবাদের আঁচ এতটাই মারাত্মক আকার নিয়েছে, যে বেলডাঙা এবং সংলগ্ন রেজিনগর এবং শক্তিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (After Howrah Internet Suspended in Beldanga) ৷

আরও পড়ুন : হাওড়ায় বন্ধ ইন্টারনেট, গ্রেফতার অন্তত 53

শুক্রবার সন্ধ্যায় এক তরুণীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে দফায়-দফায় রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা থানার বিভিন্ন এলাকা ৷ থানা-পুলিশ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.