ETV Bharat / state

Opposition Alliance Took Over Panchayat: তৃণমূলকে পরাস্ত করে বাম-কংগ্রেস-বিজেপি-নির্দল দখল নিল পঞ্চায়েতের - বিজেপি

মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল বিরোধী শিবির ৷ কংগ্রেস, বিজেপি, বাম ও নির্দল একজোট হয়ে 5-10 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে দেয় ৷

Panchayat Board
বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল
author img

By

Published : Aug 8, 2023, 6:40 PM IST

বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল

সুতি, 8 অগস্ট: বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে আটকাতে বোর্ড গঠনের সময় একজোট হল বাম, কংগ্রেস, বিজেপি ও নির্দল। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 15-10 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান নির্বাচিত হলেন জাতীয় কংগ্রেসের আলমিরা খাতুন। পঞ্চায়েত বোর্ডে উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপি সদস্য টিঙ্কু দাস।

মঙ্গলবার বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে মহেশাইল 1 নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে । জানা গিয়েছে, সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর গ্রামপঞ্চায়েতে মোট আসন রয়েছে 25টি। সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় 10টি আসন, বিজেপি 7টি, কংগ্রেস 5টি, আরএসপি 2টি এবং এক নির্দল প্রার্থী জয়ী হন। মঙ্গলবার বোর্ড গঠনের দিনে কার্যত একজোট হয়ে যায় সমস্ত বিরোধী শক্তি।

আরও পড়ুন: 'দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিট দেওয়া হয়নি,' তৃণমূলের ধরনা মঞ্চে বিস্ফোরক উদয়ন

তৃণমূলকে রুখতে বাম, কংগ্রেস, বিজেপি, নির্দল একজোড় হয়ে যায়। তাতেই কার্যত ধরাশায়ী হয় তৃণমূল কংগ্রেস। বিরোধীদের ঐক্যবদ্ধ জোট 15-10 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে মহেশাইল 1 নম্বর পঞ্চায়েত দখল করে। প্রধান নির্বাচিত হন কংগ্রেস সদস্য আলমিরা খাতুন। পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হন বিজেপির টিঙ্কু দাস। মুর্শিদাবাদে এই প্রথম বিরোধী শক্তি একত্রিত হয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল।

এদিন পঞ্চায়েত বোর্ড গঠনের পর কংগ্রেস, বিজেপির জয়ী প্রার্থীরা আবির খেলায় মেতে ওঠেন ৷ রাস্তায় বেরোয় বিরোধীদের বিজয় মিছিল ৷ তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে পেরে অনেকটাই আত্মবিশ্বাসী নবনিযুক্ত পদপ্রার্থীরা ৷ বিরোধীদের দাবি, সুতি 2 নম্বর ব্লক থেকেই বিরোধী ঐক্যের ডাক দেওয়া হল। আগামীতে তৃণমূলকে রুখতে মুর্শিদাবাদে সুতি পথ দেখাবে।

আরও পড়ুন: বিজেপি নেতাদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে নানুরের তৃণমূল নেতা

বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল

সুতি, 8 অগস্ট: বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে আটকাতে বোর্ড গঠনের সময় একজোট হল বাম, কংগ্রেস, বিজেপি ও নির্দল। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 15-10 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান নির্বাচিত হলেন জাতীয় কংগ্রেসের আলমিরা খাতুন। পঞ্চায়েত বোর্ডে উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপি সদস্য টিঙ্কু দাস।

মঙ্গলবার বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে মহেশাইল 1 নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে । জানা গিয়েছে, সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর গ্রামপঞ্চায়েতে মোট আসন রয়েছে 25টি। সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় 10টি আসন, বিজেপি 7টি, কংগ্রেস 5টি, আরএসপি 2টি এবং এক নির্দল প্রার্থী জয়ী হন। মঙ্গলবার বোর্ড গঠনের দিনে কার্যত একজোট হয়ে যায় সমস্ত বিরোধী শক্তি।

আরও পড়ুন: 'দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিট দেওয়া হয়নি,' তৃণমূলের ধরনা মঞ্চে বিস্ফোরক উদয়ন

তৃণমূলকে রুখতে বাম, কংগ্রেস, বিজেপি, নির্দল একজোড় হয়ে যায়। তাতেই কার্যত ধরাশায়ী হয় তৃণমূল কংগ্রেস। বিরোধীদের ঐক্যবদ্ধ জোট 15-10 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে মহেশাইল 1 নম্বর পঞ্চায়েত দখল করে। প্রধান নির্বাচিত হন কংগ্রেস সদস্য আলমিরা খাতুন। পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হন বিজেপির টিঙ্কু দাস। মুর্শিদাবাদে এই প্রথম বিরোধী শক্তি একত্রিত হয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল।

এদিন পঞ্চায়েত বোর্ড গঠনের পর কংগ্রেস, বিজেপির জয়ী প্রার্থীরা আবির খেলায় মেতে ওঠেন ৷ রাস্তায় বেরোয় বিরোধীদের বিজয় মিছিল ৷ তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে পেরে অনেকটাই আত্মবিশ্বাসী নবনিযুক্ত পদপ্রার্থীরা ৷ বিরোধীদের দাবি, সুতি 2 নম্বর ব্লক থেকেই বিরোধী ঐক্যের ডাক দেওয়া হল। আগামীতে তৃণমূলকে রুখতে মুর্শিদাবাদে সুতি পথ দেখাবে।

আরও পড়ুন: বিজেপি নেতাদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে নানুরের তৃণমূল নেতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.