ETV Bharat / state

Adhir Chowdhury On State Government: রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রশাসনকে কটাক্ষ অধীরের - অধীরের সাংবাদিক বৈঠক

তৃণমূল সরকার রাজ্যে শাসন চালাতে ব্যর্থ ৷ পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury On State Government) ৷

Adhir Chowdhury On State Government
রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রশাসনকে ‘চড়’ অধীরের
author img

By

Published : Jul 3, 2022, 11:04 PM IST

বহরমপুর, 3 জুলাই: পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষায় তৃণমূল সরকার ব্যর্থ । পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী নিজে ব্যর্থ হয়েছেন। রবিবার দুপুরে বহরমপুরের এক সাংবাদিক বৈঠক থেকে ব্যারাকপুর, ভাটপাড়া ও নরেন্দ্রেপুর গুলিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury On State Government)।

এই প্রসঙ্গেই অধীরবাবু বলেন, ‘‘বাংলার আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে । একটা জেলা উড়িয়ে দেওয়ার মতো বোমা, ডিটনেটর একজনের কাছে পাওয়া যাচ্ছে । এটা কীসের ইঙ্গিত তা ভেবেই আমরা আতঙ্কিত । তৃণমূল সরকার প্রশাসন চালাতে চূড়ান্ত ব্যর্থ ।’’ লাগাতার গুলি হত্যার ঘটনা তার উদাহরণ ৷ বাংলার লুঠতরাজ সমত্রাস বন্ধ করার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর। কারণ উনি বোতল থেকে ভূত বের করে দিয়েছেন । সেই জিন আর বোতলে ঢুকতে চাইছে না । এই ভূত একদিন তৃণমূলকে শেষ করবে ।

রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রশাসনকে কাটক্ষ অধীরের

আরও: রাজ্যে কংগ্রেসের সংগঠন দুর্বল, প্রদেশ সভাপতি পদে বহাল অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ‘‘মুখ্যমন্ত্রী বোতল থেকে ভূত-জিন বার করে দিয়েছেন । সে জিন আর বোতলে ঢুকতে চাইছে না । এই ভূতই তৃণমূলকে শেষ করবে ।’’ বলা যায় রাজ্যে একের পর এক গুলিকাণ্ডে বিরোধীরা একজোট হয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে ।

বহরমপুর, 3 জুলাই: পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষায় তৃণমূল সরকার ব্যর্থ । পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী নিজে ব্যর্থ হয়েছেন। রবিবার দুপুরে বহরমপুরের এক সাংবাদিক বৈঠক থেকে ব্যারাকপুর, ভাটপাড়া ও নরেন্দ্রেপুর গুলিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury On State Government)।

এই প্রসঙ্গেই অধীরবাবু বলেন, ‘‘বাংলার আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে । একটা জেলা উড়িয়ে দেওয়ার মতো বোমা, ডিটনেটর একজনের কাছে পাওয়া যাচ্ছে । এটা কীসের ইঙ্গিত তা ভেবেই আমরা আতঙ্কিত । তৃণমূল সরকার প্রশাসন চালাতে চূড়ান্ত ব্যর্থ ।’’ লাগাতার গুলি হত্যার ঘটনা তার উদাহরণ ৷ বাংলার লুঠতরাজ সমত্রাস বন্ধ করার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর। কারণ উনি বোতল থেকে ভূত বের করে দিয়েছেন । সেই জিন আর বোতলে ঢুকতে চাইছে না । এই ভূত একদিন তৃণমূলকে শেষ করবে ।

রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রশাসনকে কাটক্ষ অধীরের

আরও: রাজ্যে কংগ্রেসের সংগঠন দুর্বল, প্রদেশ সভাপতি পদে বহাল অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ‘‘মুখ্যমন্ত্রী বোতল থেকে ভূত-জিন বার করে দিয়েছেন । সে জিন আর বোতলে ঢুকতে চাইছে না । এই ভূতই তৃণমূলকে শেষ করবে ।’’ বলা যায় রাজ্যে একের পর এক গুলিকাণ্ডে বিরোধীরা একজোট হয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.