নয়া দিল্লি, 4 সেপ্টেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷ শুক্রবার মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় রাস্তা তৈরির জন্য অর্থ সাহায্যের কথা জানিয়ে তিনি এই চিঠি দেন ৷
মুর্শিদাবাদের সীমান্তে লালকুপ (Lalkup) থেকে কাকমারির বিএসএফ ক্যাম্প (Kakmari BSF Camp) পর্যন্ত রাস্তা তৈরি করা প্রয়োজন ৷ এতে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলে "নিরাপত্তা আরও জোরদার" (Beefing up border vigil) হবে ৷ তাই "বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম"-এর (Border Area Development Programme, BADP) আওতায় অর্থ বরাদ্দের জন্য কংগ্রেস নেতা চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷
চিঠিতে তিনি লিখেছেন, "এই রাস্তা তৈরি এলাকাবাসীর বহু দিনের দাবি ৷ আমি চাইব আপনি এই বিষয়ে নজর দেবেন ৷ এই রাস্তা তৈরি হলে জেলার প্রত্যন্ত অঞ্চলে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে ৷"
আরও পড়ুন : Border Fencing Problem: ভারত-বাংলাদেশ অরক্ষিত সীমান্ত জট দ্রুত কাটছে, আশ্বাস বিএসএফের আইজির
রাস্তা তৈরির প্রসঙ্গে তিনি আরও জানান, লালকুপ-কাকমারি বিএসএফ ক্যাম্পের (জলঙ্গি মুর্শিদাবাদ জেলা) (Jalangi Murshidabad District) মধ্যে রাস্তা নির্মিত হলে, তা সীমান্ত অঞ্চলকে আরও সুরক্ষিত করবে ৷ "ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় সামান্যতম ত্রুটি থাকলেও সে বিষয়ে কড়া সতর্কতা নিতে পারবে আমাদের সুরক্ষা বাহিনী ৷ আপনার কাছে আমার আন্তরিক আর্জি, 'বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম'-এর অধীনে অর্থ বরাদ্দ করা হোক, যাতে এই গুরুত্বপূর্ণ ও কৌশলপূর্ণ রাস্তাটি তৈরি করা যায় ৷ আমি আশা করি, আপনি প্রয়োজন বুঝে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবেন ৷"
প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের 125.35 কিমি আন্তর্জাতিক সীমান্ত রেখা রয়েছে ৷ যার মধ্যে 42.35 কিমি স্থল আর বাকি অংশটা নদীপথ ৷