ETV Bharat / state

দুপুরে রানিনগরে সভা অধীরের

রাজ্যে কংগ্রেসকে ফের চাঙ্গা করতে মরিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ 2021 এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মাটি শক্ত করতে চেষ্টায় ত্রুটি রাখতে চাইছেন না অধীর ৷

অধীররঞ্জন চৌধুরি
অধীররঞ্জন চৌধুরি
author img

By

Published : Dec 9, 2020, 10:33 AM IST

বহরমপুর, 9 ডিসেম্বর : রায়গঞ্জ, মালদায় অধীরের সভায় ভালো ভিড় হওয়ায় কিছুটা হলেও পালে হাওয়া পেয়েছে কংগ্রেস। এবার নিজের গড়ে ঝাঁপাতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। আজ থেকে পরপর চারদিন চার জায়গায় সভা করবেন বহরমপুরের সাংসদ। আজ বেলা আড়াইটে নাগাদ রানিনগর বিধানসভা কেন্দ্রের নসিপুর ফুটবল মাঠে সভা দিয়ে শুরু হচ্ছে নিজের গড়ে বিধানসভার প্রস্তুতি।

বছর ঘুরলেই বাজতে চলেছে 2021-এর বিধানসভা নির্বাচনের দামামা । বামেদের সঙ্গে জোট করে এবারের বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। কংগ্রেস-সিপিএম-র একাংশের মত, জোটের কারিগর মূলত অধীর চৌধুরি। তাঁর জন্যই জোট প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে কংগ্রেসকে ফের চাঙ্গা করতে মরিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, 2021-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মাটি শক্ত করতে চেষ্টায় ত্রুটি রাখতে চাইছেন না অধীর ৷ আর সেই কারণেই এবার নিজের এলাকায় সরাসরি ঝাঁপিয়ে পড়ছেন প্রস্তুতিতে।

সোমবার রায়গঞ্জে ও গতকাল মালদায় দলীয় সভায় কানাই কানাই ভিড়ে অক্সিজেন পেয়েছে কংগ্রেস। আজ নিজের গড় বহরমপুরের রানিনগর বিধানসভায় সভা করবেন অধীর। পরের তিনদিন যথাক্রমে খড়গ্রাম, রেজিনগর ও হরিহরপাড়ায় জনসভা করবেন। জনসভার পাশাপাশি প্রতিদিন সবজি বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারদরের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমত সংগঠিত করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বহরমপুর, 9 ডিসেম্বর : রায়গঞ্জ, মালদায় অধীরের সভায় ভালো ভিড় হওয়ায় কিছুটা হলেও পালে হাওয়া পেয়েছে কংগ্রেস। এবার নিজের গড়ে ঝাঁপাতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। আজ থেকে পরপর চারদিন চার জায়গায় সভা করবেন বহরমপুরের সাংসদ। আজ বেলা আড়াইটে নাগাদ রানিনগর বিধানসভা কেন্দ্রের নসিপুর ফুটবল মাঠে সভা দিয়ে শুরু হচ্ছে নিজের গড়ে বিধানসভার প্রস্তুতি।

বছর ঘুরলেই বাজতে চলেছে 2021-এর বিধানসভা নির্বাচনের দামামা । বামেদের সঙ্গে জোট করে এবারের বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। কংগ্রেস-সিপিএম-র একাংশের মত, জোটের কারিগর মূলত অধীর চৌধুরি। তাঁর জন্যই জোট প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে কংগ্রেসকে ফের চাঙ্গা করতে মরিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, 2021-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মাটি শক্ত করতে চেষ্টায় ত্রুটি রাখতে চাইছেন না অধীর ৷ আর সেই কারণেই এবার নিজের এলাকায় সরাসরি ঝাঁপিয়ে পড়ছেন প্রস্তুতিতে।

সোমবার রায়গঞ্জে ও গতকাল মালদায় দলীয় সভায় কানাই কানাই ভিড়ে অক্সিজেন পেয়েছে কংগ্রেস। আজ নিজের গড় বহরমপুরের রানিনগর বিধানসভায় সভা করবেন অধীর। পরের তিনদিন যথাক্রমে খড়গ্রাম, রেজিনগর ও হরিহরপাড়ায় জনসভা করবেন। জনসভার পাশাপাশি প্রতিদিন সবজি বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারদরের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমত সংগঠিত করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.