ETV Bharat / state

Adhir Slams Amit : স্বরাষ্ট্রমন্ত্রী আসা মানেই বাংলায় বিভাজনের রাজনীতির প্রস্তুতি শুরু, শাহের সফরকে কটাক্ষ অধীরের - Adhir Ranjan Chowdhury mocked for bengal visit of home minister Amit Shah

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Slams Amit) ৷ বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে শাহের বঙ্গ সফরকে ঘিরে একাধিক কথা বলেন তিনি ৷

adhir chowdhury
অমিত শাহের সফর নিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া
author img

By

Published : May 4, 2022, 9:49 PM IST

বহরমপুর, 4 মে : অমিত শাহ বাংলায় আসা মানেই আবার এনআরসি আসছে । সিএএ আসছে । খুব শীঘ্রই এই আইন চালু হবে ৷ "আমরা চেষ্টা করছি ৷ বিজেপি সরকার আপনাদের পাশে আছে ৷" স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসার পর তার বক্তব্যে যদি এই কথাগুলো না বলেন তাহলে আমার কান কেটে দেবেন ৷ বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এভাবেই অমিত শাহের বাংলা সফরকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury mocked for bengal visit of home minister Amit Shah)।

অমিত শাহের সফর নিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া


এদিন তিনি আরও বলেন, "গৃহমন্ত্রী বাংলায় আসা মানেই বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল । সারা দেশের সাম্প্রদায়িক অ্যাজেন্ডা এখানে প্রয়োগের চেষ্টা চলবে । হিন্দু আর মুসলমানদের বিভাজন । কারণ সাম্প্রদায়িক বিভাজন মোদির হাতিয়ার । আর সেই সুযোগ নিয়ে দিদি রাজনীতি করবে । একজন হিন্দুদের দেখবে । আর একজন মুসলমানদের । কারণ এটাই দিদি আর মোদির সমঝোতা । তা না-হলে মুখ্যমন্ত্রীদের সভায় মোদির ভাষণের প্রশংসা করেন দিদি । বোঝাতে চাইছেন আমি আছি আপনি শুধু সিবিআই আটকান । মোদি আর দিদি বিভাজনের রাজনীতি করে আগামী ভোটকে প্রভাবিত করার চেষ্টা করবে । অমিত শাহ আসা মানেই তার প্রস্তুতি শুরু। বিভাজনের রাজনীতি ৷"

আরও পড়ুন : Shah's Programme Controversy : ভিক্টোরিয়ায় অমিত শাহের সরকারি কর্মসূচিতে আমন্ত্রিত নন মমতা, শুরু বিতর্ক

বহরমপুর, 4 মে : অমিত শাহ বাংলায় আসা মানেই আবার এনআরসি আসছে । সিএএ আসছে । খুব শীঘ্রই এই আইন চালু হবে ৷ "আমরা চেষ্টা করছি ৷ বিজেপি সরকার আপনাদের পাশে আছে ৷" স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসার পর তার বক্তব্যে যদি এই কথাগুলো না বলেন তাহলে আমার কান কেটে দেবেন ৷ বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এভাবেই অমিত শাহের বাংলা সফরকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury mocked for bengal visit of home minister Amit Shah)।

অমিত শাহের সফর নিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া


এদিন তিনি আরও বলেন, "গৃহমন্ত্রী বাংলায় আসা মানেই বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল । সারা দেশের সাম্প্রদায়িক অ্যাজেন্ডা এখানে প্রয়োগের চেষ্টা চলবে । হিন্দু আর মুসলমানদের বিভাজন । কারণ সাম্প্রদায়িক বিভাজন মোদির হাতিয়ার । আর সেই সুযোগ নিয়ে দিদি রাজনীতি করবে । একজন হিন্দুদের দেখবে । আর একজন মুসলমানদের । কারণ এটাই দিদি আর মোদির সমঝোতা । তা না-হলে মুখ্যমন্ত্রীদের সভায় মোদির ভাষণের প্রশংসা করেন দিদি । বোঝাতে চাইছেন আমি আছি আপনি শুধু সিবিআই আটকান । মোদি আর দিদি বিভাজনের রাজনীতি করে আগামী ভোটকে প্রভাবিত করার চেষ্টা করবে । অমিত শাহ আসা মানেই তার প্রস্তুতি শুরু। বিভাজনের রাজনীতি ৷"

আরও পড়ুন : Shah's Programme Controversy : ভিক্টোরিয়ায় অমিত শাহের সরকারি কর্মসূচিতে আমন্ত্রিত নন মমতা, শুরু বিতর্ক

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.