বহরমপুর, 2 ডিসেম্বর: সাম্প্রতিক সময়ে বিচারপতিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কলকাতা হাইকোর্টের এই বিচারপতি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তাঁকেই ভোট দেবেন অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রকাশ্য়েই সেই কথাই বলেছেন ৷
এ দিন মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে যে আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন, তাতে আমরা চাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক । আমি কায়মনোবাক্যে বলছি, সেই নির্বাচনে আমি সবার আগে লাইনে দাঁড়িয়ে প্রথম ভোট দেব ।’’
উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনপ্রিয়তা পেয়েছেন বিচারপতি হিসেবে একাধিক মামলায় তাঁর নির্দেশ, পর্যবেক্ষণ ও মন্তব্যকে কেন্দ্র করে ৷ তাঁর নানা নির্দেশ ও মন্তব্য নিয়ে বিতর্কও হয়েছে ৷ তার পরও জনমানসে তাঁর ‘ঈশ্বরতুল্য’ ভাবমূর্তি এতটুকু কমেনি ৷ তিনিও বারবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন ৷ কিন্তু অবসরের পর রাজনীতিতে আসবেন, এমন কোনও ইঙ্গিত দেননি ৷
অথচ অধীর চৌধুরী এ দিন জানিয়েদিলেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় ভোটে লড়লে তিনি সবার আগে ভোট দেবেন ৷ কেন অধীর কথা বললেন, সেই ব্যাখ্যাও মিলেছে ৷ বহরমপুরের সাংসদ বলেন, ‘‘বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেছে, ভরসা করেছে ৷ তাই এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনৈতিক ময়দানে এনে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তবে বালার রাজনীতিতে নতুন দিগন্ত তৈরি হবে ।’’ একই সঙ্গে অধীর চৌধুরী আরও বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মতামত । উনি বাংলার মানুষের বিশ্বাস অর্জন করেছেন ।’’
উল্লেখ্য, এক স্বচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দিতে আজই বিচারপতি গঙ্গোপাধ্যায় মুর্শিদাবাদে এসেছেন । অনুষ্ঠানে যোগ দিতে এসে বিচারপতি হাজারদুয়ারীও পরিদর্শন করেন । আর এ দিনই অধীর চৌধুরীর এহেন মন্তব্য করলেন ৷ যা অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন: