ETV Bharat / state

Adhir over Sagardighi: কমিশনের নির্দেশে সাগরদিঘি থানার ওসি বদল, 'উপনির্বাচনে প্রথম জয়' বললেন অধীর - Adhir Chowdhury satisfied over OC transfer

সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন 27 ফেব্রুয়ারি ৷ তৃণমূল কংগ্রেস ছাড়াও বাম-কংগ্রেস-বিজেপিও প্রার্থী দিয়েছে এই কেন্দ্রে ৷ কিন্তু নির্বাচনের আগে বিরোধীদের চাপে স্থানীয় থানার ওসিকে সরানো হল ৷ একে জয়ের প্রথম পদক্ষেপ বললেন অধীর চৌধুরী (Congress leader Adhir Chowdhury satisfied over Election Commission decision) ৷

Adhir Chowdhury
অধীর চৌধুরী
author img

By

Published : Feb 25, 2023, 10:36 AM IST

বহরমপুর, 25 ফেব্রুয়ারি: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে থানার ওসি বদল নিয়ে খুশির হাওয়া বিরোধী শিবিরে ৷ 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ দু'দিন আগে রাজ্য় নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত হলেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অভিজিৎ সরকার ৷ তাঁর পরিবর্তে নতুন ওসি হলেন নিমাই ঘোষ ৷ এর আগে তিনি হাওড়ার উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন ৷ এদিকে ওসি বদলে সন্তুষ্ট বিরোধী শিবির ৷ বিশেষত কংগ্রেস একে নির্বাচনের প্রথম জয় বলেই দাবি করছে (EC directs to transfer Sagardighi OC ahead of Sagardighi ByPoll) ৷

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সংসদে দলের নেতা অধীর চৌধুরী বলেন, "নির্বাচন কমিশনের কাছে আমরা আর্জি জানিয়েছিলাম ৷ কমিশন দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি ৷ অবাধ শান্তিপূর্ণ ভোট হলে সাগরদিঘিতে তৃণমূলকে হারাতে হবে ৷" শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন নির্দেশিকায় জানিয়েছে, সাগরদিঘির ওসি অভিজিৎ সরকার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না ৷ অভিজিতকে সাগরদিঘি থানার দায়িত্ব থেকে সরিয়ে নতুন ওসি নিয়োগ করার কথাও বলেছে কমিশন ৷ 24 ফেব্রুয়ারি রাত 9টার মধ্যে অন্য কোনও অফিসারকে সাগরদিঘির ওসি হিসেবে নিয়োগ করতে হবে এমনই নির্দেশ দেয় কমিশন ৷ সেই মতো দায়িত্বে আসেন নিমাই ঘোষ। নির্দেশিকায় কমিশন আরও বলেছিল মুর্শিদাবাদের কোনও থানা থেকে কাউকে নিয়ে আসা যাবে না । ফলে অন্য জেলা থেকে ওসি আনতে হল প্রশাসনকে ।

আরও পড়ুন: সাগরদিঘিতে ধৃত কংগ্রেস নেতার জামিনের আর্জি হাইকোর্টে

নির্বাচনের আগে সাগরদিঘি থানার ওসি বদল নিয়ে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত কেন ? ওসি অভিজিৎ সরকারের বিরুদ্ধে শাসকদল বিরোধী বাম, কংগ্রেস, বিজেপি একাধিক অভিযোগ এনেছিল ৷ বিরোধীদের বক্তব্য, এই পুলিশ আধিকারিক শাসকদলের ক্যাডারের ভূমিকা পালন করছিলেন ৷ উল্লেখ্য, কংগ্রেস কর্মী সইদুর রহমানকে গ্রেফতারের পরই অভিজিৎ সরকারের উপর বিরোধী শিবিরের ক্ষোভ বাড়তে শুরু করে ৷

জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ায় জেলা আদালতে জামিন পাননি যুব কংগ্রেস নেতা সইদুর ৷ পরে হাইকোর্ট থেকে জামিন নেওয়ায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে, সেসব কারণে হয়তো এই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন ৷

গত 18 ফেব্রুয়ারি সাগরদঘির যুব কংগ্রেস সভাপতিকে গ্রেফতার করেছিলেন ওসি অভিজিৎ সরকার ৷ প্রতিবাদে নির্বাচন কমিশনে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ ওসির বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "নির্বাচন কমিশন যে পদক্ষেপ করেছে, তাতে আমরা খুশি ৷ আশা করি, নির্বাচন সুষ্ঠুভাবেই হবে ৷" সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, "কমিশনের উপর আমাদের আস্থা বেড়েছে ।"

আরও পড়ুন: তৃণমূল হারলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, সাগরদিঘির প্রচারে মন্তব্য অধীরের

বহরমপুর, 25 ফেব্রুয়ারি: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে থানার ওসি বদল নিয়ে খুশির হাওয়া বিরোধী শিবিরে ৷ 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ দু'দিন আগে রাজ্য় নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত হলেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অভিজিৎ সরকার ৷ তাঁর পরিবর্তে নতুন ওসি হলেন নিমাই ঘোষ ৷ এর আগে তিনি হাওড়ার উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন ৷ এদিকে ওসি বদলে সন্তুষ্ট বিরোধী শিবির ৷ বিশেষত কংগ্রেস একে নির্বাচনের প্রথম জয় বলেই দাবি করছে (EC directs to transfer Sagardighi OC ahead of Sagardighi ByPoll) ৷

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সংসদে দলের নেতা অধীর চৌধুরী বলেন, "নির্বাচন কমিশনের কাছে আমরা আর্জি জানিয়েছিলাম ৷ কমিশন দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি ৷ অবাধ শান্তিপূর্ণ ভোট হলে সাগরদিঘিতে তৃণমূলকে হারাতে হবে ৷" শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন নির্দেশিকায় জানিয়েছে, সাগরদিঘির ওসি অভিজিৎ সরকার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না ৷ অভিজিতকে সাগরদিঘি থানার দায়িত্ব থেকে সরিয়ে নতুন ওসি নিয়োগ করার কথাও বলেছে কমিশন ৷ 24 ফেব্রুয়ারি রাত 9টার মধ্যে অন্য কোনও অফিসারকে সাগরদিঘির ওসি হিসেবে নিয়োগ করতে হবে এমনই নির্দেশ দেয় কমিশন ৷ সেই মতো দায়িত্বে আসেন নিমাই ঘোষ। নির্দেশিকায় কমিশন আরও বলেছিল মুর্শিদাবাদের কোনও থানা থেকে কাউকে নিয়ে আসা যাবে না । ফলে অন্য জেলা থেকে ওসি আনতে হল প্রশাসনকে ।

আরও পড়ুন: সাগরদিঘিতে ধৃত কংগ্রেস নেতার জামিনের আর্জি হাইকোর্টে

নির্বাচনের আগে সাগরদিঘি থানার ওসি বদল নিয়ে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত কেন ? ওসি অভিজিৎ সরকারের বিরুদ্ধে শাসকদল বিরোধী বাম, কংগ্রেস, বিজেপি একাধিক অভিযোগ এনেছিল ৷ বিরোধীদের বক্তব্য, এই পুলিশ আধিকারিক শাসকদলের ক্যাডারের ভূমিকা পালন করছিলেন ৷ উল্লেখ্য, কংগ্রেস কর্মী সইদুর রহমানকে গ্রেফতারের পরই অভিজিৎ সরকারের উপর বিরোধী শিবিরের ক্ষোভ বাড়তে শুরু করে ৷

জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ায় জেলা আদালতে জামিন পাননি যুব কংগ্রেস নেতা সইদুর ৷ পরে হাইকোর্ট থেকে জামিন নেওয়ায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে, সেসব কারণে হয়তো এই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন ৷

গত 18 ফেব্রুয়ারি সাগরদঘির যুব কংগ্রেস সভাপতিকে গ্রেফতার করেছিলেন ওসি অভিজিৎ সরকার ৷ প্রতিবাদে নির্বাচন কমিশনে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ ওসির বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "নির্বাচন কমিশন যে পদক্ষেপ করেছে, তাতে আমরা খুশি ৷ আশা করি, নির্বাচন সুষ্ঠুভাবেই হবে ৷" সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, "কমিশনের উপর আমাদের আস্থা বেড়েছে ।"

আরও পড়ুন: তৃণমূল হারলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, সাগরদিঘির প্রচারে মন্তব্য অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.