ETV Bharat / state

Adhir on Bayron: দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের - adhir chowdhury reacts on bayron biswas

সোমবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ৷ এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী ৷

ETV Bharat
বাইরনের তৃণমূল যোগে প্রতিক্রিয়া অধীরের
author img

By

Published : May 29, 2023, 5:16 PM IST

Updated : May 29, 2023, 5:28 PM IST

অধীর চৌধুরীর বক্তব্য

বহরমপুর, 29 মে: মাত্র তিন মাসেই 'হাত' ছাড়া সাগরদিঘি ৷ সোমবার কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে জয়ী বাইরন বিশ্বাস ৷ সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশ হয় গত 2 মার্চ ৷ বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে 22 হাজার 980 ভোটে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে উপনির্বাচনে জয়ী হন বাইরন ৷ এদিন কংগ্রেস ছেড়ে বাইরনের তৃণমূলে যোগ দেওয়াকে 'মানুষের রায়কে পদাঘাত' বলে ব্যাখ্যা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ অধীর জানান, বাইরনকে বিশ্বাস করে টিকিট দিয়েছিল কংগ্রেস, সেই বিশ্বাসের মর্যাদা তিনি রাখলেন না ৷

বিধায়ক নির্বাচিত হওয়ার মাত্র 3 মাসের মধ্যে বাইরনের এই দলবদলে এদিন দৃশ্যতই ক্ষুব্ধ দেখিয়েছে অধীর চৌধুরীকে ৷ তিনি সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ অধীর এদিন বলেন,"দিদি এক মাঘে শীত যায় না ৷ যে খেলা আপনি শুরু করেছেন সেই খেলাতেই তৃণমূল শেষ হবে ৷ দিদি দলবদলের খেলায় সিদ্ধহস্ত ৷ এই খেলাই আপনাকে আগামিদিনে শেষ করবে ৷ তৃণমূল আগামিদিনে ভেঙে চৌচির হয়ে যাবে ৷ আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম ৷" তাঁর আরও দাবি, তৃণমূলকে যে হারানো সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়, অপ্রতিরোধ্য নন, তা প্রমাণ করে দিয়েছে সাগরদিঘি ৷

আরও পড়ুন: তৃণমূলে যোগ বাইরন বিশ্বাসের, বিধানসভা ফের বাম-কংগ্রেস শূন্য

এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর বাইরন বিশ্বাস দাবি করেছেন, তিনি তৃণমূলের ভোটে জিতেছেন ৷ তৃণমূল ভোট না-দিলে এত বড় ব্যবধানে তিনি জয় পেতেন না ৷ তাঁর আরও দাবি, তিনি তৃণমূলই করতেন কিন্তু তাদের টিকিট না-পেয়ে কংগ্রেসের হয়ে লড়েন ৷ এই প্রসঙ্গে এদিন অধীর বলেন, "কংগ্রেস বাইরনের বাজার তৈরি করে দিয়েছে। কংগ্রেস না-থাকলে তোমার কোনও ভ্যালু ছিল না ৷ কেনাবেচায় বাইরনের কোন দাম ছিল না। আমরা তোমার দর বাড়িয়েছি ৷ তাই অজুহাত দিও না ৷ তুমি গিয়েছ ঠিকই আছে। বিশ্বাস করে তোমায় টিকিট দিয়েছিলাম ৷" প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, যারা বিশ্বাস করে দোষ তাদের নয় ৷ বিশ্বাস যে ভেঙেছে অন্যায় তার ৷

অধীর চৌধুরীর বক্তব্য

বহরমপুর, 29 মে: মাত্র তিন মাসেই 'হাত' ছাড়া সাগরদিঘি ৷ সোমবার কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে জয়ী বাইরন বিশ্বাস ৷ সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশ হয় গত 2 মার্চ ৷ বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে 22 হাজার 980 ভোটে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে উপনির্বাচনে জয়ী হন বাইরন ৷ এদিন কংগ্রেস ছেড়ে বাইরনের তৃণমূলে যোগ দেওয়াকে 'মানুষের রায়কে পদাঘাত' বলে ব্যাখ্যা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ অধীর জানান, বাইরনকে বিশ্বাস করে টিকিট দিয়েছিল কংগ্রেস, সেই বিশ্বাসের মর্যাদা তিনি রাখলেন না ৷

বিধায়ক নির্বাচিত হওয়ার মাত্র 3 মাসের মধ্যে বাইরনের এই দলবদলে এদিন দৃশ্যতই ক্ষুব্ধ দেখিয়েছে অধীর চৌধুরীকে ৷ তিনি সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ অধীর এদিন বলেন,"দিদি এক মাঘে শীত যায় না ৷ যে খেলা আপনি শুরু করেছেন সেই খেলাতেই তৃণমূল শেষ হবে ৷ দিদি দলবদলের খেলায় সিদ্ধহস্ত ৷ এই খেলাই আপনাকে আগামিদিনে শেষ করবে ৷ তৃণমূল আগামিদিনে ভেঙে চৌচির হয়ে যাবে ৷ আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম ৷" তাঁর আরও দাবি, তৃণমূলকে যে হারানো সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়, অপ্রতিরোধ্য নন, তা প্রমাণ করে দিয়েছে সাগরদিঘি ৷

আরও পড়ুন: তৃণমূলে যোগ বাইরন বিশ্বাসের, বিধানসভা ফের বাম-কংগ্রেস শূন্য

এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর বাইরন বিশ্বাস দাবি করেছেন, তিনি তৃণমূলের ভোটে জিতেছেন ৷ তৃণমূল ভোট না-দিলে এত বড় ব্যবধানে তিনি জয় পেতেন না ৷ তাঁর আরও দাবি, তিনি তৃণমূলই করতেন কিন্তু তাদের টিকিট না-পেয়ে কংগ্রেসের হয়ে লড়েন ৷ এই প্রসঙ্গে এদিন অধীর বলেন, "কংগ্রেস বাইরনের বাজার তৈরি করে দিয়েছে। কংগ্রেস না-থাকলে তোমার কোনও ভ্যালু ছিল না ৷ কেনাবেচায় বাইরনের কোন দাম ছিল না। আমরা তোমার দর বাড়িয়েছি ৷ তাই অজুহাত দিও না ৷ তুমি গিয়েছ ঠিকই আছে। বিশ্বাস করে তোমায় টিকিট দিয়েছিলাম ৷" প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, যারা বিশ্বাস করে দোষ তাদের নয় ৷ বিশ্বাস যে ভেঙেছে অন্যায় তার ৷

Last Updated : May 29, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.