বহরমপুর, 16 এপ্রিল : বড়ঞায় কংগ্রেস নেতাকে মারধরের প্রতিবাদে অবস্থানে বসলেন অধীর চৌধুরি। গতরাতে বহরমপুরে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানে বসেন তিনি। এই হামলায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিক্ষোভ থেকে অধীর চৌধুরি বলেন, "বেলডাঙার সভায় লোক না হওয়ায় হতাশ মুখ্যমন্ত্রী। কংগ্রেস যত শক্তিশালী হচ্ছে তৃণমূল তত সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। জেলা প্রশাসন তৃণমূলের অঙ্গুলিহেলনে কাজ করছে। কিন্তু মুর্শিদাবাদ থেকে খালি হাতে ফিরতে হবে মমতা ব্যানার্জিকে।"
গতকাল সন্ধ্যায় বড়ঞায় প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত হন কংগ্রেস নেতা তাপস দাসগুপ্ত। মারধরের পাশাপাশি তাঁর মোবাইল ও টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ অধীর চোধুরির। তাপস দাসগুপ্ত বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বহরমপুরে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ও জেলা কংগ্রেস নেতৃত্বকে নিয়ে অধীর চৌধুরি অবস্থানে বসেন রাত 11টা নাগাদ।
সেখান থেকে সংবাদমাধ্যমকে অধীর চৌধুরি বলেন, "আমরা নির্বাচন কমিশন ও DM-কে সতর্ক করেছিলাম। তাপস দাসগুপ্ত ও মৌসুমি বেগমের উপর হামলা হতে পারে এই আশঙ্কা করে 14 তারিখ আমরা চিঠি দিয়েছিলাম। আর তারপর তাপসবাবুর উপর হামলা হল। মমতা ব্যানার্জি সভা করতে এসে কী এমন আদেশ দিলেন যে কংগ্রেস কর্মীদের উপর হামলা হল? এর একটা তদন্ত হওয়ার দরকার। মুখ্যমন্ত্রী যখন জেলায় আছেন তখন কী করে কংগ্রেস কর্মীদের উপর হামলা হল?"