ETV Bharat / state

Sagardighi Bye Election: তৃণমূল হারলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, সাগরদিঘির প্রচারে মন্তব্য অধীরের - সাগরদিঘির প্রচারে অধীর

সোমবার সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury at Sagardighi) ৷ 27 ফেব্রুয়ারি এই বিধানসভা আসনে উপনির্বাচন ৷

ETV Bharat
সাগরদিঘিতে অধীর চৌধুরী
author img

By

Published : Feb 13, 2023, 10:35 PM IST

সাগরদিঘি, 13 ফেব্রুয়ারি: 27 ফেব্রুয়ারি উপনির্বাচন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ৷ এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ৷ তাঁকে সমর্থন করছে বামেরা ৷ সোমবার দলীয় প্রার্থীর সমর্থনে সাগরদিঘির বাড়ালা স্টেশন সংলগ্ন ময়দানে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । সভায় যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ৷ ছিল বাম নেতৃত্ব ৷

এদিনের সভা থেকে এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ অধীর বলেন, "বিজেপি'র নেতাকে সাসপেন্ড করছে, দিদি তার হয়ে ক্ষমা চেয়ে বলছে তাড়িয়ে না দিতে ৷ এর থেকেই আজ ভারতবর্ষে দিদি ও মোদির সম্পর্কটা বোঝা যাচ্ছে ৷ দিদির মুখ দিয়ে মোদির বিরুদ্ধে আর কোনও আওয়াজ বেরচ্ছে না । ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস ! মোদির বিরুদ্ধে কংগ্রেসের রাহুল গান্ধি সাড়ে তিন হাজার কিমি পদযাত্রা করেছেন ৷"

আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি অধীর চৌধুরীর

অধীর চৌধুরী এদিন আরও জানান, দেশে এই মুহূর্তে সম্প্রীতির রাজনীতি দরকার ৷ তাতে কংগ্রেসকে সমর্থন করছে বামেরা ৷ তাঁর কথায়, "মানুষের জন্য কল্যাণে বিশ্বাস করে তাই আমরা এক জায়গায় আসতে পারি, আগেও পেরেছি, এখনও পারছি । আপনাদের সমর্থন শুধু সাগরদিঘি নয়, সারা বাংলায় তৃণমূল দলের অহংকারকে চুরমার করে দিতে পারে । তৃণমূল হেরে গেলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না । সরকারের পলিসি তাই বন্ধ করতে পারে না । একশো দিনের কাজ, গ্রামীণ আবাসের কাজ কেউ বন্ধ করতে পারে না ৷"

উল্লেখ্য এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Sagardighi assembly Bye Election) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দলের স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ৷ বিজেপি প্রার্থী করেছে দিলীপ সাহাকে ৷ রাজ্যের মন্ত্রী তথা সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে এই আসনটি ফাঁকা হয় ৷

সাগরদিঘি, 13 ফেব্রুয়ারি: 27 ফেব্রুয়ারি উপনির্বাচন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ৷ এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ৷ তাঁকে সমর্থন করছে বামেরা ৷ সোমবার দলীয় প্রার্থীর সমর্থনে সাগরদিঘির বাড়ালা স্টেশন সংলগ্ন ময়দানে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । সভায় যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ৷ ছিল বাম নেতৃত্ব ৷

এদিনের সভা থেকে এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ অধীর বলেন, "বিজেপি'র নেতাকে সাসপেন্ড করছে, দিদি তার হয়ে ক্ষমা চেয়ে বলছে তাড়িয়ে না দিতে ৷ এর থেকেই আজ ভারতবর্ষে দিদি ও মোদির সম্পর্কটা বোঝা যাচ্ছে ৷ দিদির মুখ দিয়ে মোদির বিরুদ্ধে আর কোনও আওয়াজ বেরচ্ছে না । ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস ! মোদির বিরুদ্ধে কংগ্রেসের রাহুল গান্ধি সাড়ে তিন হাজার কিমি পদযাত্রা করেছেন ৷"

আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি অধীর চৌধুরীর

অধীর চৌধুরী এদিন আরও জানান, দেশে এই মুহূর্তে সম্প্রীতির রাজনীতি দরকার ৷ তাতে কংগ্রেসকে সমর্থন করছে বামেরা ৷ তাঁর কথায়, "মানুষের জন্য কল্যাণে বিশ্বাস করে তাই আমরা এক জায়গায় আসতে পারি, আগেও পেরেছি, এখনও পারছি । আপনাদের সমর্থন শুধু সাগরদিঘি নয়, সারা বাংলায় তৃণমূল দলের অহংকারকে চুরমার করে দিতে পারে । তৃণমূল হেরে গেলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না । সরকারের পলিসি তাই বন্ধ করতে পারে না । একশো দিনের কাজ, গ্রামীণ আবাসের কাজ কেউ বন্ধ করতে পারে না ৷"

উল্লেখ্য এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Sagardighi assembly Bye Election) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দলের স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ৷ বিজেপি প্রার্থী করেছে দিলীপ সাহাকে ৷ রাজ্যের মন্ত্রী তথা সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে এই আসনটি ফাঁকা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.