মুর্শিদাবাদ, 7 ডিসেম্বর : নৌকাডুবিতে মৃত পাঁচজনের পরিবারকে আর্থিক সাহায্য় দেওয়ার দাবিতে অতিরিক্ত মুখ্য়সচিবকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির । দুর্গা প্রতিমার নিরঞ্জনে গিয়ে নৌকাডুবিতে মৃত্য়ু হয়েছিল তাঁদের ৷ এদিন তিনি হোম অ্যান্ড হিল বিভাগের সেক্রেটারি এইচ কে দ্বিবেদিকে চিঠি পাঠিয়ে ক্ষতিপূরণের দাবি তুলেছেন । পাশাপাশি রাজ্য সরকারের গাফিলতিতেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে চিঠিতে অভিযোগ করেছেন অধীর চৌধুরি ।
26 অক্টোবর বিজয়া দশমীর দিন বেলডাঙার ডুমনি নদীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু হয় পাঁচজনের । স্থানীয় প্রশাসন হাইকোর্টের নির্দেশমতো নিরঞ্জন সংক্রান্ত বিধি পালন না করায় এবং চূড়ান্ত গাফিলতির ফলেই 5 যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন অধীর । রাজ্য সরকারের পক্ষ থেকে সেদিনই মৃতের পরিবারকে দু’লক্ষ টাকা সাহায্য়ের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, শোকস্তব্ধ পরিবারগুলি এখনও সরকারি সাহায্য পায়নি। দ্রুত পরিবারগুলিকে রাজ্য সরকারের প্রতিশ্রুতিমতো ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ ।
আরও পড়ুন : শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় তুলে নেওয়া হল সভাধিপতির নিরাপত্তারক্ষী ?
তৎকালীন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেছিলেন ।