ETV Bharat / state

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর উপর অ্যাসিড হামলা

প্রতিবেশী যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল । কিন্তু কিশোরী তাতে রাজি হয়নি । আজ সন্ধ্যায় কিশোরীর উপর অ্যাসিড হামলা করে ওই যুবক । কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 7, 2019, 10:44 PM IST

ভরতপুর (মুর্শিদাবাদ), 7 জুলাই : বিয়ের প্রস্তাব নাকচ করায় কিশোরী উপর অ্যাসিড হামলা । অভিযুক্ত প্রতিবেশী যুবক । মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত ভরতপুরের ঘটনা । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

দিন কয়েক আগেই জামাত শেখ নামে এক যুবক ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল । কিন্তু জামাতের প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী । পরিবারের অভিযোগ, তারপরও জামাত বারবার ওই কিশোরীকে উত্যক্ত করত । আজ সন্ধ্যায় ওই কিশোরী ঘরের জানালায় কাঁঠাল রাখতে গিয়েছিল । সেই সময় জামাত তার উপর অ্যাসিড হামলা করে । ঘটনার পর থেকেই পলাতক সে । জখম কিশোরীকে প্রথমে ভরতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । প্রাথমিক চিকিৎসার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

কিশোরীর ভাই আলো শেখ বলেন, "আমরা জামাতের কঠিন শাস্তি চাইছি । যাতে আর কেউ অ্যাসিড হামলা করার সাহস না পায় ।" ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ভরতপুর (মুর্শিদাবাদ), 7 জুলাই : বিয়ের প্রস্তাব নাকচ করায় কিশোরী উপর অ্যাসিড হামলা । অভিযুক্ত প্রতিবেশী যুবক । মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত ভরতপুরের ঘটনা । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

দিন কয়েক আগেই জামাত শেখ নামে এক যুবক ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল । কিন্তু জামাতের প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী । পরিবারের অভিযোগ, তারপরও জামাত বারবার ওই কিশোরীকে উত্যক্ত করত । আজ সন্ধ্যায় ওই কিশোরী ঘরের জানালায় কাঁঠাল রাখতে গিয়েছিল । সেই সময় জামাত তার উপর অ্যাসিড হামলা করে । ঘটনার পর থেকেই পলাতক সে । জখম কিশোরীকে প্রথমে ভরতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । প্রাথমিক চিকিৎসার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

কিশোরীর ভাই আলো শেখ বলেন, "আমরা জামাতের কঠিন শাস্তি চাইছি । যাতে আর কেউ অ্যাসিড হামলা করার সাহস না পায় ।" ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.