কান্দি, 27 জুলাই: অভিযুক্তকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় বিপত্তি ৷ সংশোধনাগারের সদর ফটক থেকে পুলিশের হাত ছিটকে জেলখানার পাঁচিল টপকে পালাল খুনের মামলায় অভিযুক্ত। বুধবার সন্ধ্যায় এমনই নাটকীয় ঘটনাইর সাক্ষী মুর্শিদাবাদের কান্দির সংশোধনাগার ৷ সারারাত তল্লাশি চালিয়েও বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযুক্তের সন্ধান পায়নি পুলিশ।
জানা গিয়েছে, 23 জানুয়ারি কান্দি থানার মুনিগ্রামে মিনারুল শেখ নামে এক ব্যক্তি খুন হয়েছিলেন। খুনের পরের দিনই বীরভূমে ফরিদপুর এলাকা থেকে কান্দি ও লাভপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে খুনে সুরোজ সেখকে। সুরোজের বাড়ি বড়ঞা থানার কুমরায় কাটনা এলাকায়। সেই থেকে কান্দি জেলেই রয়েছেন অভিযুক্ত।
বুধবার এই মামলায় অভিযুক্তকে কান্দির আদালতে পেশ করা হয় । সন্ধ্যায় অভিযুক্তকে আদালত থেকে পুলিশ ভ্যানে চাপিয়ে সংশোধানাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলের কাছে এসে নির্দিষ্ট জায়গায় থামে পুলিশি ভ্যান। অভিযুক্তকে ভ্যান থেকে নামানো সময়ই ঘটে যায় বিপত্তি। সূত্রের খবর, ঠিক এই সময়ে পুলিশের হাত থেকে ছিটকে পাঁচিল টপকে পালিয়ে যান সুরোজ। ঘটনার পর কান্দি আদালত ও জেলখানা চত্বরে পুলিশের তল্লাশি শুরু হয়। সেই সঙ্গে পুরো কান্দি এলাকায় নাকা চেকিং চালাচ্ছে পুলিশ । এসডিপি সাগর রানাও ঘটনাস্থলে গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, কান্দি মহকুমার পাঁচটা থানা এলাকাতেই চলছে তল্লাশি। তাছাড়া বীরভূমের সুরজের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সেখানেও তাঁকে পাওয়া যায়নি। বাড়ির উপর নজর রাখছে পুলিশ। পাশপাশি অভিযুক্তকে আদালত থেকে জেলে নিয়ে আসার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। খোঁজ মেলেনি সুরজেরও।
আরও পড়ুন : যানজটে আটকে থাকা পুলিশ ভ্যান থেকে উধাও দুই বিচারাধীন বন্দি