ETV Bharat / state

নির্দোষ মোমিন, দাবি জঙ্গি সন্দেহে ধৃতের পরিবারের

পরিবারের বক্তব্য, বাড়ি থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি ৷ তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ? যদিও NIA- এর দাবি, আবদুল মোমিন মণ্ডলের বাড়ি থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে ।

আবদুল মোমিন মণ্ডল
আবদুল মোমিন মণ্ডল
author img

By

Published : Nov 3, 2020, 11:55 AM IST

Updated : Nov 3, 2020, 12:29 PM IST

রানিনগর, 3 নভেম্বর : আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে ধৃত আবদুল মোমিন মণ্ডলের পরিবারের দাবি, নির্দোষ মোমিন ৷ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে বলে থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে । বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র মেলেনি, তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ শেষ মুহূর্তে তার বিবিকে বিষয়টি জানানো হয় ৷ জানাচ্ছেন আবদুলের দিদি ৷ যদিও NIA-এর দাবি, আবদুল মোমিনের বাড়ি থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে ।

রবিবার রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা গ্রাম থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় আবদুল মোমিন মণ্ডলকে । NIA-এর দাবি, সেপ্টেম্বরে ধৃত ন'জনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে ৷ NIA-এর ব়্যাডারে আগেই নাম ছিল আবদুল মোমিনের । আল কায়েদা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হিসাবেও তার নাম উঠে এসেছে ৷ জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, এর আগে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে ধৃত আটজন এবং কেরালা থেকে ধৃত একজনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । হোয়াটসঅ্যাপ গ্রুপে দেশ বিরোধী মন্তব্য তাকে NIA-এর আতস কাঁচের নিচে এনেছিল । ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ।

নির্দোষ মোমিন, দাবি জঙ্গি সন্দেহে ধৃতের পরিবারের

যদিও পরিবারের দাবি, আবদুল সম্পূর্ণ নির্দোষ । এমনকী বাড়ি থেকেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি ৷ আবদুলের দিদি বলেন, "ভাই কত কষ্ট করে বাড়ি বানিয়েছে, আমি জানি ৷ আমি ধার দিয়েছি ৷ কিন্তু ওরা (NIA আধিকারিকরা ) বলছে ভাই জঙ্গির কাজ করে বাড়ি বানিয়েছে ৷ আমরা এটা মেনে নেব না ৷ বাড়ি থেকে কোনও অস্ত্রও পায়নি ৷ তারপরেও আমার ভাইকে কী কারণে তুলে নিয়ে গেল ? "

রানিনগর, 3 নভেম্বর : আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে ধৃত আবদুল মোমিন মণ্ডলের পরিবারের দাবি, নির্দোষ মোমিন ৷ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে বলে থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে । বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র মেলেনি, তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ শেষ মুহূর্তে তার বিবিকে বিষয়টি জানানো হয় ৷ জানাচ্ছেন আবদুলের দিদি ৷ যদিও NIA-এর দাবি, আবদুল মোমিনের বাড়ি থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে ।

রবিবার রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা গ্রাম থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় আবদুল মোমিন মণ্ডলকে । NIA-এর দাবি, সেপ্টেম্বরে ধৃত ন'জনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে ৷ NIA-এর ব়্যাডারে আগেই নাম ছিল আবদুল মোমিনের । আল কায়েদা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হিসাবেও তার নাম উঠে এসেছে ৷ জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, এর আগে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে ধৃত আটজন এবং কেরালা থেকে ধৃত একজনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । হোয়াটসঅ্যাপ গ্রুপে দেশ বিরোধী মন্তব্য তাকে NIA-এর আতস কাঁচের নিচে এনেছিল । ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ।

নির্দোষ মোমিন, দাবি জঙ্গি সন্দেহে ধৃতের পরিবারের

যদিও পরিবারের দাবি, আবদুল সম্পূর্ণ নির্দোষ । এমনকী বাড়ি থেকেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি ৷ আবদুলের দিদি বলেন, "ভাই কত কষ্ট করে বাড়ি বানিয়েছে, আমি জানি ৷ আমি ধার দিয়েছি ৷ কিন্তু ওরা (NIA আধিকারিকরা ) বলছে ভাই জঙ্গির কাজ করে বাড়ি বানিয়েছে ৷ আমরা এটা মেনে নেব না ৷ বাড়ি থেকে কোনও অস্ত্রও পায়নি ৷ তারপরেও আমার ভাইকে কী কারণে তুলে নিয়ে গেল ? "

Last Updated : Nov 3, 2020, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.