ETV Bharat / state

ঢালাই মেশিনে পিষ্ট হয়ে মহিলার মৃত্যু - মিক্সচার মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু

নিজের বাড়ির সামনেই বসেছিলেন আরতিদেবী ৷ সেখানেই দুর্ঘটনায় মারা যান তিনি ৷

image
ঘাতক গাড়ি
author img

By

Published : Jan 9, 2020, 9:06 PM IST

বহরমপুর , 9 জানুয়ারি : ঢালাই মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম আরতি মণ্ডল (72) । বহরমপুর থানার বেলপুকুরের ঘটনা ।

আজ সকালে নিজের বাড়ির সামনেই বসেছিলেন আরতিদেবী । সেই সময় একটি ট্রাক্টর ঢালাই মেশিন টেনে আনছিল । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কোনও কারণে ট্রাক্টরের সঙ্গে লাগানো ঢালাই মেশিনের ঝালাইটি খুলে যায় । ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢালাই মেশিনটি প্রথমে ওই মহিলাকে পিষে দেয় । দেহটিকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে মেশিনটি ধাক্কা মারে ইটের গাদায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় আরতিদেবীর । ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায় ।

ঘটনাস্থানে পুলিশ আসার পর পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় । পরে ঘাতক গাড়ি ও ঢালাই মেশিনটি আটক করে পুলিশ ।

বহরমপুর , 9 জানুয়ারি : ঢালাই মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম আরতি মণ্ডল (72) । বহরমপুর থানার বেলপুকুরের ঘটনা ।

আজ সকালে নিজের বাড়ির সামনেই বসেছিলেন আরতিদেবী । সেই সময় একটি ট্রাক্টর ঢালাই মেশিন টেনে আনছিল । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কোনও কারণে ট্রাক্টরের সঙ্গে লাগানো ঢালাই মেশিনের ঝালাইটি খুলে যায় । ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢালাই মেশিনটি প্রথমে ওই মহিলাকে পিষে দেয় । দেহটিকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে মেশিনটি ধাক্কা মারে ইটের গাদায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় আরতিদেবীর । ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায় ।

ঘটনাস্থানে পুলিশ আসার পর পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় । পরে ঘাতক গাড়ি ও ঢালাই মেশিনটি আটক করে পুলিশ ।

Intro:দুর্ঘটনায় মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা Body:বহরমপুর - মিক্সচার মেসিনের তলায় পড়ে মৃত্যু হল এক মহিলার। দুর্ঘটনাটি ঘটে বহরমপুর থানার বেলপুকুরে। পুলিশ,সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আরতি মন্ডল(৭২)। ঘটনার পর পলাতক গাড়ির চালক। পুলিশ ঘতক গাড়ি ও মিক্সচার মেসিনটি আটক করেছে।
নিজের বাড়ির সামনে বসে ছিলেন আরতিদেবী। সেই সময় একটি ট্রাক্টর রাস্তা তৈরির মিক্সচার মেসিন টেনে আনছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কোন কারনে ট্রাক্টরের সঙ্গে মিক্সচার মেসিনের ঝাল খুলে যায়। তাতেই মিক্সচার মেসিনটি প্রথমে ওই মহিলাকে পিষে দিয়ে একটি ইটের গাদায় ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরতিদেবীর। স্থানীয় বাসিন্দারা ছুটে আসার আগেই চালক গাড়ি ছেড়ে চম্পট দেয়। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ এলে পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায়।Conclusion:মিক্সচার মেসিনে পিষ্ট হয়ে মৃত্যু মহিলার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.