রঘুনাথগঞ্জ, 22 জানুয়ারি : ঘন কুয়াশার জেরে উলটে গেল গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি দশ চাকার লরি। এদিন সকাল সাড়ে 7 টা নাগাদ ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের উপর রঘুনাথগঞ্জ থানার মথুরাপুরে। দুর্ঘটনার কবলে পড়ায় বিপজ্জনকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্যাসের সিলিন্ডারগুলি। তবে ঘটনায় কেউ হতাহত হননি। রঘুনাথগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে এলাকা ঘিরে রাখে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত।
গাড়ির চালক বালেশ্বর সিং জানান, দুর্গাপুর থেকে গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িটি ঔরঙ্গাবাদ যাচ্ছিল। সকাল সাড়ে 7টা নাগাদ আচমকা ঘন কুয়াশায় ঢেকে ফেলে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা অনেক নিচে নেমে আসে। গাড়িটি জাতীয় সড়কের পাশে দাঁড় করাতে গেলেই বিপত্তি ঘটে। চালক দেখতে না পাওয়ায় গাড়িটি খাদে পড়ে উলটে যায়।
আরও পড়ুন : প্রাথমিকের চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে তুলকালাম বারাসত
প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক ও খালাসি লাফ দিয়ে নেমে প্রাণ বাঁচান। কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছেন গাড়ির চালক। গাড়িটিতে 300টি সিলিন্ডার ছিল।