ডোমকল, ১৪ জুন: কিশোরের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি । এক কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক মধ্যবয়সী পুরুষের বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল কুচিয়ামোড়া এলাকায় । অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন...কোচবিহারে নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা
কিশোরের মা তাকে জমি থেকে গবাদিপশুর খাদ্য (গামা চারা) আনার কথা বলে । তখন কিশোরটি আনতে যায়, সেই সময় জেকের মণ্ডল নামে এক ব্যক্তি কিশোরকে পাট চাষের জমিতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে । ঘটনার অভিযোগে তার মা ডোমকল থানায় দায়ের করলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে । বর্তমানে ওই কিশোরকে মেডিকেল পরীক্ষা করার জন্য বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় ।