ETV Bharat / state

সাগরদিঘিতে নেমেছে পরিযায়ী পাখির দল - maigrated bird

পক্ষি বিশেষজ্ঞ সৌম্যদীপ মন্ডল মনে করছেন পরিবেশ দূষণ কম হওয়ার কারণেই বেড়েছে পরিযায়ীদের সংখ্যা ৷

ছবি
ছবি
author img

By

Published : Jan 19, 2021, 4:23 PM IST

সাগরদিঘি, 19 জানুয়ারি : জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে ৷ আর শীত পড়তেই সাগরদিঘির পিডিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুরে হাজির হয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি । সেই পাখি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজনও ।

সাগরদিঘি নেমছে পরিযায়ী পাখির দল

বিকেল হতেই পুকুর পাড়ে মানুষের ঢ্ল নামছে । যদিও পাখিদের বিরক্ত না করতে পুলিশ প্রশাসন স্থানীয় মানুষজনকে সচেতন করছে । পক্ষি বিশেষজ্ঞ সৌম্যদীপ মন্ডল বলেন, "বিভিন্ন প্রজাতির অসংখ্য পরিযায়ী পাখির দেখা মিলেছে। এটা প্রকৃতি, পরিবেশ ও আমাদের কাছে সুসংবাদ । এ বছর শীতের শুরু থেকে পরিযায়ীর দেখা না মিললেও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কয়েক হাজার পরিযায়ী পাখি সাগরদিঘির পিডিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিশাল ছাই পুকুরে হাজির হয়েছে ৷ বিভিন্ন প্রকারের বালি হাঁস, কয়াল,বুনো রাজ হাঁসের দেখা মিলছে ৷ সাইবেরিয়ার বেশ কিছু প্রজাতিও রয়েছে। পাখির দল একসাথে দলবদ্ধভাবে জলে ভেসে বেড়ায়। জলাধারের কাছে আসে না । তবে শিকারের পিছনে ধাওয়া করতে করতে ভুল করে কিনারে চলে এসে মানুষের উপস্থিতির আঁচ পেলেই দূরে চলে যায় ।"

সাগরদিঘি, 19 জানুয়ারি : জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে ৷ আর শীত পড়তেই সাগরদিঘির পিডিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুরে হাজির হয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি । সেই পাখি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজনও ।

সাগরদিঘি নেমছে পরিযায়ী পাখির দল

বিকেল হতেই পুকুর পাড়ে মানুষের ঢ্ল নামছে । যদিও পাখিদের বিরক্ত না করতে পুলিশ প্রশাসন স্থানীয় মানুষজনকে সচেতন করছে । পক্ষি বিশেষজ্ঞ সৌম্যদীপ মন্ডল বলেন, "বিভিন্ন প্রজাতির অসংখ্য পরিযায়ী পাখির দেখা মিলেছে। এটা প্রকৃতি, পরিবেশ ও আমাদের কাছে সুসংবাদ । এ বছর শীতের শুরু থেকে পরিযায়ীর দেখা না মিললেও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কয়েক হাজার পরিযায়ী পাখি সাগরদিঘির পিডিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিশাল ছাই পুকুরে হাজির হয়েছে ৷ বিভিন্ন প্রকারের বালি হাঁস, কয়াল,বুনো রাজ হাঁসের দেখা মিলছে ৷ সাইবেরিয়ার বেশ কিছু প্রজাতিও রয়েছে। পাখির দল একসাথে দলবদ্ধভাবে জলে ভেসে বেড়ায়। জলাধারের কাছে আসে না । তবে শিকারের পিছনে ধাওয়া করতে করতে ভুল করে কিনারে চলে এসে মানুষের উপস্থিতির আঁচ পেলেই দূরে চলে যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.