রানিনগর (মুর্শিদাবাদ), 4 অগাস্ট : গোরুকে ফসল খাওয়ানোকে কেন্দ্র করে ভারতীয় ভূখণ্ডের সীমান্তে সংঘর্ষ । বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে জখম 9 ভারতীয় চাষি । রানিনগর থানার বামনাবাদ চরের ঘটনা৷
পদ্মানদীর পূর্বপাড়ে বামনাবাদ এলাকা মূলত ভারত-বাংলাদেশের জ়িরো পয়েন্ট হিসেবেই চিহ্নিত ৷ সেই কারণে BSF জওয়ানরা সচরাচর ওই এলাকায় যায় না । অন্যদিকে বামনাবাদের ভারতীয় ভূখণ্ডে ভারতীয় চাষিদের জমি রয়েছে ৷ আজ সন্ধে সাড়ে 6 টা নাগাদ গো-পালকরা গোরু নিয়ে সেখানে বাথান তৈরি করে গোপালন করছিলেন৷ অন্যদিকে সেখানেই বাংলাদেশি কিছু দুষ্কৃতীও গোরুকে ফসল খাওয়াচ্ছিল । বাধা দিতে গেলেই বচসা বাধে তাদের সঙ্গে ৷ এরপর বাংলাদেশি দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা শুরু করে ৷ তাতেই জখম হন কয়েকজন ৷ তাঁদের মধ্যে 9 জনকে উদ্ধার করে ডোমকল ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আরও পড়ুন : ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশের পাশে কলকাতা পৌরনিগম, সবরকম সাহায্যের আশ্বাস মেয়রের
অভিযোগ, ঘটনাটি BDR-র সামনে ঘটলেও তারা বাধা দেওয়ার চেষ্টা করেনি । বামনাবাদে মাঝে মধ্যেই বাংলাদেশিরা ঢুকে ফসল লুটপাট করে বলেও অভিযোগ । পুলিশ সূত্রে জানা গেছে, জখমদের নাম সোহিল সদ্দার, মিঠুন শেখ, পিয়ারুল শেখ, মিনারুল শেখ, সাজিব সদ্দার, মঞ্জু সদ্দার, সামিম শেখ ও মুকুল মোল্লা । সকলেই রানিনগর থানার বিচপাড়ার বাসিন্দা ।