ETV Bharat / state

সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 9 ভারতীয় - Border

গোরুকে ফসল খাওয়ানোকে কেন্দ্র করে বিবাদ ৷ বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে জখম 9 জন ভারতীয় ৷

আক্রান্ত
author img

By

Published : Aug 4, 2019, 10:56 PM IST

রানিনগর (মুর্শিদাবাদ), 4 অগাস্ট : গোরুকে ফসল খাওয়ানোকে কেন্দ্র করে ভারতীয় ভূখণ্ডের সীমান্তে সংঘর্ষ । বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে জখম 9 ভারতীয় চাষি । রানিনগর থানার বামনাবাদ চরের ঘটনা৷

পদ্মানদীর পূর্বপাড়ে বামনাবাদ এলাকা মূলত ভারত-বাংলাদেশের জ়িরো পয়েন্ট হিসেবেই চিহ্নিত ৷ সেই কারণে BSF জওয়ানরা সচরাচর ওই এলাকায় যায় না । অন্যদিকে বামনাবাদের ভারতীয় ভূখণ্ডে ভারতীয় চাষিদের জমি রয়েছে ৷ আজ সন্ধে সাড়ে 6 টা নাগাদ গো-পালকরা গোরু নিয়ে সেখানে বাথান তৈরি করে গোপালন করছিলেন৷ অন্যদিকে সেখানেই বাংলাদেশি কিছু দুষ্কৃতীও গোরুকে ফসল খাওয়াচ্ছিল । বাধা দিতে গেলেই বচসা বাধে তাদের সঙ্গে ৷ এরপর বাংলাদেশি দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা শুরু করে ৷ তাতেই জখম হন কয়েকজন ৷ তাঁদের মধ্যে 9 জনকে উদ্ধার করে ডোমকল ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আরও পড়ুন : ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশের পাশে কলকাতা পৌরনিগম, সবরকম সাহায্যের আশ্বাস মেয়রের


অভিযোগ, ঘটনাটি BDR-র সামনে ঘটলেও তারা বাধা দেওয়ার চেষ্টা করেনি । বামনাবাদে মাঝে মধ্যেই বাংলাদেশিরা ঢুকে ফসল লুটপাট করে বলেও অভিযোগ । পুলিশ সূত্রে জানা গেছে, জখমদের নাম সোহিল সদ্দার, মিঠুন শেখ, পিয়ারুল শেখ, মিনারুল শেখ, সাজিব সদ্দার, মঞ্জু সদ্দার, সামিম শেখ ও মুকুল মোল্লা । সকলেই রানিনগর থানার বিচপাড়ার বাসিন্দা ।

রানিনগর (মুর্শিদাবাদ), 4 অগাস্ট : গোরুকে ফসল খাওয়ানোকে কেন্দ্র করে ভারতীয় ভূখণ্ডের সীমান্তে সংঘর্ষ । বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে জখম 9 ভারতীয় চাষি । রানিনগর থানার বামনাবাদ চরের ঘটনা৷

পদ্মানদীর পূর্বপাড়ে বামনাবাদ এলাকা মূলত ভারত-বাংলাদেশের জ়িরো পয়েন্ট হিসেবেই চিহ্নিত ৷ সেই কারণে BSF জওয়ানরা সচরাচর ওই এলাকায় যায় না । অন্যদিকে বামনাবাদের ভারতীয় ভূখণ্ডে ভারতীয় চাষিদের জমি রয়েছে ৷ আজ সন্ধে সাড়ে 6 টা নাগাদ গো-পালকরা গোরু নিয়ে সেখানে বাথান তৈরি করে গোপালন করছিলেন৷ অন্যদিকে সেখানেই বাংলাদেশি কিছু দুষ্কৃতীও গোরুকে ফসল খাওয়াচ্ছিল । বাধা দিতে গেলেই বচসা বাধে তাদের সঙ্গে ৷ এরপর বাংলাদেশি দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা শুরু করে ৷ তাতেই জখম হন কয়েকজন ৷ তাঁদের মধ্যে 9 জনকে উদ্ধার করে ডোমকল ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আরও পড়ুন : ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশের পাশে কলকাতা পৌরনিগম, সবরকম সাহায্যের আশ্বাস মেয়রের


অভিযোগ, ঘটনাটি BDR-র সামনে ঘটলেও তারা বাধা দেওয়ার চেষ্টা করেনি । বামনাবাদে মাঝে মধ্যেই বাংলাদেশিরা ঢুকে ফসল লুটপাট করে বলেও অভিযোগ । পুলিশ সূত্রে জানা গেছে, জখমদের নাম সোহিল সদ্দার, মিঠুন শেখ, পিয়ারুল শেখ, মিনারুল শেখ, সাজিব সদ্দার, মঞ্জু সদ্দার, সামিম শেখ ও মুকুল মোল্লা । সকলেই রানিনগর থানার বিচপাড়ার বাসিন্দা ।

Intro:গোরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে সীমান্তে ভারতীয় ভুখন্ডে সংঘর্ষ। বাংলাদেশী দুস্কৃতীদের হাতে জখম নজন ভারতীয় চাষি। Body:রানিনগর - ভারত বাংলাদেশ সীমান্তের ভারত ভুখন্ডের
চাষিদের উপর বাংলাদেশী দুস্কৃতীদের হাতে জখম নজন ভারতীয় চাষি। গোরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে দুস্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। জখমের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি বিডিআরের সামনেই ঘটে বলেই অভিযোগ। এদিন সন্ধ্যা নাগাদ হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রানিনগর থানার বামনাবাদ চরে। আহতদের ডোমকল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
বামনাবাদের ভারতীয় ভুখন্ডে চাষিদের জমি রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার দুগ্ধচাষীরা সেখানে বাথান তৈরি করে গোপালন করে এই সময়ে। পদ্মানদীর পূর্বপাড়ের ওই এলাকা জিরো পয়েন্ট হিসাবেই চিহ্নিত। বিএসএফ জওয়ানরা সচারাচর ওই এলাকায় যায়না। এদিন বাংলাদেশী কিছু দুস্কৃতী গোরু নিয়ে ফসল খাওয়াচ্ছিল। বাধা দিতে গেলেই বচসা বাধে। এরপর বাংলাদেশীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা শুরু করে এলোপাথাড়ি কোপায়। তাতেই জখম হয় বেশ কয়েকজন। নজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। অভিযোগ বিডিআর হাজির থাকলেও তারা বাধা দেওয়ার চেষ্টা করেনি। বামনাবাদে হামেশায় বাংলাদেশীরা ঢুকে ফসল লুটপাট করে বলেই অভিযোগ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম সোহিল সদ্দার,মিঠুন শেখ,পিয়ারুল শেখ,মিনারুল শেখ,সাজিব সদ্দার,মঞ্জু সদ্দার,সামিম শেখ ও মুকুল মোল্লা। সকলেই রানিনগর থানার বিচপাড়ার বাসিন্দা।Conclusion:এলাকায় চরম উত্তেজনা রয়েছে। জখমদের হাসপাতালেভরতি করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.