কান্দি, 27 নভেম্বর : খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে খুনের অভিযোগ - 7 কুকুরকে খুন ?
খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
খাবারের সাথে বিষ, খুন 7 কুকুর
কান্দি, 27 নভেম্বর : খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
Intro:খাবারের সাথে বিষ মিশিয়ে ৭ সারমেয়কে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এয়ালাকায়।Body:খাবারের সাথে বিষ মিশিয়ে ৭ সারমেয়কে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এয়ালাকায়।
বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একার যুবকেরা কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করাই ঘটনার তদন্ত শুরু কিরেছে পুলিশ। স্থানীয় মানুষ ঘটনায় জড়িত ব্যাক্তিদের কঠর শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি মৃত কুকুরদের ময়না তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষজন।Conclusion:পাশাপাশি মৃত কুকুরদের ময়না তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষজন।
বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একার যুবকেরা কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করাই ঘটনার তদন্ত শুরু কিরেছে পুলিশ। স্থানীয় মানুষ ঘটনায় জড়িত ব্যাক্তিদের কঠর শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি মৃত কুকুরদের ময়না তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষজন।Conclusion:পাশাপাশি মৃত কুকুরদের ময়না তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষজন।