ETV Bharat / state

খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে খুনের অভিযোগ - 7 কুকুরকে খুন ?

খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার ।  বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

7 dogs allegedly killed with poison
খাবারের সাথে বিষ, খুন 7 কুকুর
author img

By

Published : Nov 27, 2019, 6:34 PM IST

কান্দি, 27 নভেম্বর : খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

খাবারের মধ্যে বিষ ? কি বলছেন স্থানীয়রা ? দেখুন ভিডিয়ো...
পরপর 7টি কুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার মানুষ । স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয় মানুষ ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি তুলেছেন । পাশাপাশি মৃত কুকুরদের ময়নাতদন্তের দাবিও তুলেছেন এলাকার মানুষজন । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনও কিছু জানা যায়নি ।

কান্দি, 27 নভেম্বর : খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

খাবারের মধ্যে বিষ ? কি বলছেন স্থানীয়রা ? দেখুন ভিডিয়ো...
পরপর 7টি কুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার মানুষ । স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয় মানুষ ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি তুলেছেন । পাশাপাশি মৃত কুকুরদের ময়নাতদন্তের দাবিও তুলেছেন এলাকার মানুষজন । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনও কিছু জানা যায়নি ।
Intro:খাবারের সাথে বিষ মিশিয়ে ৭ সারমেয়কে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এয়ালাকায়।Body:খাবারের সাথে বিষ মিশিয়ে ৭ সারমেয়কে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এয়ালাকায়।

বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একার যুবকেরা কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করাই ঘটনার তদন্ত শুরু কিরেছে পুলিশ। স্থানীয় মানুষ ঘটনায় জড়িত ব্যাক্তিদের কঠর শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি মৃত কুকুরদের ময়না তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষজন।Conclusion:পাশাপাশি মৃত কুকুরদের ময়না তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষজন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.