বহরমপুর, 27 মার্চ : তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বেলডাঙা বিধানসভা এলাকার 450 জন। আজ দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরির হাত ধরে কংগ্রেসে যোগ দেন তাঁরা।
অধীর চৌধুরিকে হারাতে না পারলে মুর্শিদাবাদে পা রাখবেন না, বলেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। অধীরবাবু পালটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন, "আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।"
অধীরবাবু আজ বলেন, "মিথ্যা প্রলোভন দেখিয়ে ওদের কংগ্রেস থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। পঞ্চায়েত ভোট থেকেই মোহভঙ্গ হওয়ায় সবাই নিজের ঘরে ফিরে আসছে। আমরা নেতা চাই না, কর্মীদের নিয়েই লড়াই করব।"
তিনি আরও জানান, লোকসভা ভোট যত এগিয়ে আসবে তৃণমূল থেকে ততই কংগ্রেসে যোগ দেবে।