মুর্শিদাবাদ, 15 জুন: একই পরিবারের তিনজন সহ মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত হল আরও সাতজন । এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 163। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 124 জন। মৃত্যু হয়েছে দু'জনের।
জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের টিকোরবাড়িয়া গ্রামের একই পরিবারের তিনজন কোরোনায় আক্রান্ত হন । কয়েকদিন আগে ওই পরিবারের মুম্বই ফেরত এক মহিলা পরিযায়ী শ্রমিক কোরোনায় আক্রান্ত হন। এরপরই পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। আজ ওই পরিবারের তিনজনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। নতুন করে আরও তিন জন আক্রান্ত হওয়ায় পরিবারের বাকিদের নুমনা আবারও সংগ্রহ করা হয়। গ্রামটি সম্পূর্ণরুপে সিল করে দেওয়া হয়। মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার।
গ্রামবাসীদের অভিযোগ, পরিযায়ী শ্রমিক হয়েও ওই পরিবারের সদস্যরা ঘুরে বেড়ান গ্রামের বিভিন্ন এলাকায় । এদিকে জেলায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন উদ্বিগ্ন।