ETV Bharat / state

ডোমকলে বাসের ধাক্কায় মৃত-মা মেয়ে সহ 3 - ডোমকল

ব্রিগেড সমাবেশ থেকে ফেরা একটি বাস নদিয়ার বক্সিপুর ঘাটের দিকে যাচ্ছিল । ভাতশালা স্কুল মোড়ে কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোতে ধাক্কা মারে ।

10923-including-mother-and-daughter-killed-in-bus-accident-in-domkal5528
3-including-mother-and-daughter-killed-in-bus-accident-in-domkal
author img

By

Published : Mar 8, 2021, 9:45 PM IST

ডোমকল, 8 মার্চ: বাসের ধাক্কায় মৃত্যু হল মা, মেয়ে সহ তিন টোটো যাত্রীর । ঘটনায় গুরুতর জখম আরও তিনজন । এদিন বিকেলে দুর্ঘটনাটি ঘটে ডোমকল থানার ভাতশালা স্কুল মোড়ে । উত্তেজিত স্থানীয় বাসিন্দারা গাড়িটিতে ভাঙচুর চালায় । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । বাসটিতে করে গতকাল মোদির ব্রিগেড সভায় যোগ দিতে গিয়েছিল বিজেপি সমর্থকরা ৷ সেটই ফিরছিল আজ ৷

দুর্ঘটনায় মৃতদের নাম কল্পনা বিবি (24) । তাঁর মেয়ে ফারসিনা খাতুন (5) ও মর্জিনা বিবি (50) । দু'জনের বাড়ি ডোমকল থানার ঘোড়ামারায় । অপরজন সাগরপাড়া থানার সর্দারপুরের বাসিন্দা । ইতিমধ্যে মৃতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশ থেকে ফেরা একটি বাস নদিয়ার বক্সিপুর ঘাটের দিকে যাচ্ছিল । ভাতশালা স্কুল মোড়ে কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোতে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোর যাত্রী প্রসূতি কল্পনা বিবি ও তাঁর পাঁচ বছরের মেয়ের । বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ৷ পথে মৃত্যু হয় মর্জিনা বিবির ।

আরও পড়ুন : রাস্তায় পড়ে থাকা মুরগি কুড়োতে গিয়ে মৃত 4

এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায় । ওই বাসের যাত্রী বেশ কয়েকজন বিজেপি সমর্থককেও মারধর করা হয় বলে অভিযোগ । ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলামের দাবি করেন, চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে ।

ডোমকল, 8 মার্চ: বাসের ধাক্কায় মৃত্যু হল মা, মেয়ে সহ তিন টোটো যাত্রীর । ঘটনায় গুরুতর জখম আরও তিনজন । এদিন বিকেলে দুর্ঘটনাটি ঘটে ডোমকল থানার ভাতশালা স্কুল মোড়ে । উত্তেজিত স্থানীয় বাসিন্দারা গাড়িটিতে ভাঙচুর চালায় । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । বাসটিতে করে গতকাল মোদির ব্রিগেড সভায় যোগ দিতে গিয়েছিল বিজেপি সমর্থকরা ৷ সেটই ফিরছিল আজ ৷

দুর্ঘটনায় মৃতদের নাম কল্পনা বিবি (24) । তাঁর মেয়ে ফারসিনা খাতুন (5) ও মর্জিনা বিবি (50) । দু'জনের বাড়ি ডোমকল থানার ঘোড়ামারায় । অপরজন সাগরপাড়া থানার সর্দারপুরের বাসিন্দা । ইতিমধ্যে মৃতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশ থেকে ফেরা একটি বাস নদিয়ার বক্সিপুর ঘাটের দিকে যাচ্ছিল । ভাতশালা স্কুল মোড়ে কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোতে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোর যাত্রী প্রসূতি কল্পনা বিবি ও তাঁর পাঁচ বছরের মেয়ের । বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ৷ পথে মৃত্যু হয় মর্জিনা বিবির ।

আরও পড়ুন : রাস্তায় পড়ে থাকা মুরগি কুড়োতে গিয়ে মৃত 4

এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায় । ওই বাসের যাত্রী বেশ কয়েকজন বিজেপি সমর্থককেও মারধর করা হয় বলে অভিযোগ । ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলামের দাবি করেন, চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.