ETV Bharat / state

Murshidabad Road Accident: মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা, মৃত 3, আহত 9 - Murshidabad Road Accident

সুতিতে অটো উল্টে মৃত 2 মহিলা, আহত 9 (Murshidabad Road Accident)। ধুলিয়ান থেকে জঙ্গিপুর যাচ্ছিল অটোটি ।

Murshidabad Road Accident
সুতিতে অটো উল্টে মৃত 2 মহিলা
author img

By

Published : Feb 17, 2022, 3:19 PM IST

মু্র্শিদাবাদ, 17 ফেব্রুয়ারি: সুতিতে যাত্রী বোঝাই অটো উল্টে দুর্ঘটনা । ঘটনাস্থলে মৃত্যু 2 মহিলার । গুরুতর আহত অবস্থায় 55 বছরের এক যাত্রীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আহত অটো চালক-সহ 9 । বৃহস্পতিবার 34 নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি । আহতরা স্থানীয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । আহতদের 2 যাত্রী আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: PM President on UP Mishap : উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ, শোকাহত মোদি-কোবিন্দ

জানা গিয়েছে, এদিন 11 জন যাত্রী বোঝাই অটোটি বেপরোয়া গতিতে ধুলিয়ান থেকে জঙ্গিপুর যাচ্ছিল (Women Death In Road Accident) । 34 নম্বর জাতীয় সড়কে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেট্রোলপাম্পের কাছে উল্টে যায় অটোটি । অটো যাত্রীদের কথায়, অটোটি শুরু থেকেই বোপরোয়া গতিয়ে চলছিল । রাস্তার অবস্থা খুবই খারাপ । যেখানে-সেখানে খানাখন্দে ভর্তি । অটোটির গতি ছিল বেশ জোরে । রাস্তায় কোনও গর্তে পড়েই উল্টে গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই মহিলা রোজিনা বিবি (36) ও ভাদুরী বিবি (55) ধুলিয়ানে চিকিৎসকের কাছে গিয়েছিলেন । সেখান থেকেই ওই অটো করে রঘুনাথগঞ্জে তাদের বাড়ি ফিরছিলেন । এছড়াও রঘুনাথ গঞ্জের বাসিন্দা মৃত সন্ন্যাসী প্রামাণিক (58) স্থনীয় ডাক বিভাগের কর্মী ।

মু্র্শিদাবাদ, 17 ফেব্রুয়ারি: সুতিতে যাত্রী বোঝাই অটো উল্টে দুর্ঘটনা । ঘটনাস্থলে মৃত্যু 2 মহিলার । গুরুতর আহত অবস্থায় 55 বছরের এক যাত্রীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আহত অটো চালক-সহ 9 । বৃহস্পতিবার 34 নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি । আহতরা স্থানীয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । আহতদের 2 যাত্রী আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: PM President on UP Mishap : উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ, শোকাহত মোদি-কোবিন্দ

জানা গিয়েছে, এদিন 11 জন যাত্রী বোঝাই অটোটি বেপরোয়া গতিতে ধুলিয়ান থেকে জঙ্গিপুর যাচ্ছিল (Women Death In Road Accident) । 34 নম্বর জাতীয় সড়কে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেট্রোলপাম্পের কাছে উল্টে যায় অটোটি । অটো যাত্রীদের কথায়, অটোটি শুরু থেকেই বোপরোয়া গতিয়ে চলছিল । রাস্তার অবস্থা খুবই খারাপ । যেখানে-সেখানে খানাখন্দে ভর্তি । অটোটির গতি ছিল বেশ জোরে । রাস্তায় কোনও গর্তে পড়েই উল্টে গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই মহিলা রোজিনা বিবি (36) ও ভাদুরী বিবি (55) ধুলিয়ানে চিকিৎসকের কাছে গিয়েছিলেন । সেখান থেকেই ওই অটো করে রঘুনাথগঞ্জে তাদের বাড়ি ফিরছিলেন । এছড়াও রঘুনাথ গঞ্জের বাসিন্দা মৃত সন্ন্যাসী প্রামাণিক (58) স্থনীয় ডাক বিভাগের কর্মী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.