হরিহরপাড়া (মুর্শিদাবাদ), 27 মে : মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বজ্রাঘাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে । বাজ পড়ে এক মহিলা সহ 5 জন গুরুতর জখম হয়েছেন । এদিন দুপুরে বৃষ্টি চলাকালীন ঘনঘন বাজ পড়তে শুরু করে ৷ সেই সময়েই এই 7 জন বজ্রাঘাতে আহত হন ৷ মৃত দুই কিশোরের নাম আজাদুল শেখ, বয়স 16 বছর এবং সাহিদুল ইসলাম, বয়স 15 বছর । আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ সামিরুল ইসলাম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার রমনা গ্রামের প্রায় সাতজন স্থানীয় বিলে মাছ ধরতে গিয়েছিলেন । হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করায় সকলে একটি কুঁড়ে ঘরের ছাউনিতে আশ্রয় নেন তাঁরা । সেইসময় বজ্রপাত হলে সবাই সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান । কয়েকজন গ্রামবাসী তা দেখতে পেয়ে সেখানে ছুটে যান ৷ এর পর গ্রামের আরও অনেকে মিলে তাঁদের উদ্ধার করে স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করে ৷ সেখানেই চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন । বাকিদের সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
আরও পড়ুন : কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড শান্তিপুরের একাধিক এলাকা
খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান বিধায়ক নিয়ামত শেখ এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান । আহতদের চিকিৎসার ভার নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । পাশাপাশি আর্থিক সাহায্যেরো আশ্বাসও দেওয়া হয়েছে ৷