ETV Bharat / state

রঘুনাথগঞ্জে বজ্রাঘাতে মৃত 2, জখম 1 - 2 DIED AND 1 INJURED IN THUNDERSTORM IN RAGHUNATHGANJ

সকাল থেকে জেলাজুড়ে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি । আর তাতে মৃত্যু হল দু‘জনের । অন্যদিকে বাজ পড়ে গুরুতর জখম হন আরও একজন ৷

রঘুনাথগঞ্জে বজ্রাঘাতে মৃত 2, জখম 1
রঘুনাথগঞ্জে বজ্রাঘাতে মৃত 2, জখম 1
author img

By

Published : Jun 3, 2021, 10:25 PM IST

রঘুনাথগঞ্জ, 3 জুন : বজ্রাঘাতে মৃত্যু হল এক কলেজ ছাত্রীসহ একজনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বিকেল নাগাদ রঘুনাথগঞ্জ এক ব্লকের জামুয়ার নাইত গ্রামে মৃত্যু হয় কলেজ ছাত্রীর । নাম রেহেনা খাতুন (19)। অন্যদিকে জোতকোমল গ্রাম পঞ্চায়েতের জাগুনপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় মৃত্যু হয় একজনের ৷ নাম রাজেশ শেখ (32) ৷

এছাড়া রঘুনাথগঞ্জের জাগুনপাড়াতেই বাজ পড়ে গুরুতর জখম হন আরও একজন ৷ নাম এমদাদুল হক ৷ তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ৷ একইদিনে রঘুনাথগঞ্জ থানায় দুইজনের মৃত্যুতে কার্যত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : হুগলিতে বজ্রাঘাতে মৃত 2, আহত 4

রেহেনা খাতুনের পরিবার সূত্রে খবর, সংশ্লিষ্ট গ্রামে তাঁরা কোনওরকমে দিন কাটাতেন ৷ বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি ও সেইসঙ্গে বজ্রপাত শুরু হয় ৷ সেইসময় বাড়িতেই ছিলেন রেহেনা ৷ বাড়িতে থাকাকালীনই মৃত্যু হয় তাঁর ৷

রঘুনাথগঞ্জ, 3 জুন : বজ্রাঘাতে মৃত্যু হল এক কলেজ ছাত্রীসহ একজনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বিকেল নাগাদ রঘুনাথগঞ্জ এক ব্লকের জামুয়ার নাইত গ্রামে মৃত্যু হয় কলেজ ছাত্রীর । নাম রেহেনা খাতুন (19)। অন্যদিকে জোতকোমল গ্রাম পঞ্চায়েতের জাগুনপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় মৃত্যু হয় একজনের ৷ নাম রাজেশ শেখ (32) ৷

এছাড়া রঘুনাথগঞ্জের জাগুনপাড়াতেই বাজ পড়ে গুরুতর জখম হন আরও একজন ৷ নাম এমদাদুল হক ৷ তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ৷ একইদিনে রঘুনাথগঞ্জ থানায় দুইজনের মৃত্যুতে কার্যত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : হুগলিতে বজ্রাঘাতে মৃত 2, আহত 4

রেহেনা খাতুনের পরিবার সূত্রে খবর, সংশ্লিষ্ট গ্রামে তাঁরা কোনওরকমে দিন কাটাতেন ৷ বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি ও সেইসঙ্গে বজ্রপাত শুরু হয় ৷ সেইসময় বাড়িতেই ছিলেন রেহেনা ৷ বাড়িতে থাকাকালীনই মৃত্যু হয় তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.