ETV Bharat / state

50 কেজি গাঁজা-সহ গ্রেপ্তার দুই - mushidabad marijuana recovered

50 কেজি গাঁজা-সহ গ্রেপ্তার দুই পাচারকারী । ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে পুলিশ । বিচারক 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

50 কেজি গাঁজা-সহ গ্রেপ্তার দুই পাচারকারী
author img

By

Published : Aug 12, 2019, 5:44 AM IST

জিয়াগঞ্জ, (মুর্শিদাবাদ), 12 অগাস্ট : 50 কেজি গাঁজা-সহ গ্রেপ্তার দুই পাচারকারী । নাম সাত্তার শেখ ও সামিম শেখ । সাত্তারের বাড়ি সাগরদিঘি এলাকায় । শামিম থাকে জলঙ্গিতে । গতকাল তাদের গ্রেপ্তার করে জিয়াগঞ্জ থানার পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে আজিমগঞ্জ শ্মশান ঘাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় 50 কেজি গাঁজা । ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে পুলিশ । বিচারক 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

জিয়াগঞ্জ, (মুর্শিদাবাদ), 12 অগাস্ট : 50 কেজি গাঁজা-সহ গ্রেপ্তার দুই পাচারকারী । নাম সাত্তার শেখ ও সামিম শেখ । সাত্তারের বাড়ি সাগরদিঘি এলাকায় । শামিম থাকে জলঙ্গিতে । গতকাল তাদের গ্রেপ্তার করে জিয়াগঞ্জ থানার পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে আজিমগঞ্জ শ্মশান ঘাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় 50 কেজি গাঁজা । ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে পুলিশ । বিচারক 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

Intro:৫০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই পাচারকারী মুর্শিদাবাদে।Body:৫০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই পাচারকারী মুর্শিদাবাদে।পাচারকারীদের জিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে।ধৃত পাচারকারীদের নাম সাত্তার সেখ(৬০)বাড়ি সাগরদীঘি এলাকায় ও অপরজনের নাম সমীম সেখ(২৩)বাড়ি জলঙ্গী।
পুলিশ সূত্রে জানাগেছে ধৃত পাচারকারীরা হাত বদলের উদ্যেশে এসে ছিল।জিয়াগঞ্জ থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে আজিমগঞ্জ শশান ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করে।ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখে আজ আদালতে তোলা হয়েছিল।বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।Conclusion:ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখে আজ আদালতে তোলা হয়েছিল।বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.