জিয়াগঞ্জ, (মুর্শিদাবাদ), 12 অগাস্ট : 50 কেজি গাঁজা-সহ গ্রেপ্তার দুই পাচারকারী । নাম সাত্তার শেখ ও সামিম শেখ । সাত্তারের বাড়ি সাগরদিঘি এলাকায় । শামিম থাকে জলঙ্গিতে । গতকাল তাদের গ্রেপ্তার করে জিয়াগঞ্জ থানার পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে আজিমগঞ্জ শ্মশান ঘাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় 50 কেজি গাঁজা । ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে পুলিশ । বিচারক 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।