ডোমকল, 1 এপ্রিল : চলছে বিধানসভা নির্বাচন ৷ কড়া নিরাপত্তা জন্য রাজ্যে তৎপর প্রশাসনিক ব্যবস্থা ৷ চলছে পুলিশি হানা, নাকা চেকিং ৷ আর নাকা চেকিং করতে গিয়েই মিলল কুড়ি কেজি বিস্ফোরক ৷ মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকলের কুশাবাড়ি চেকপোস্ট এলাকা থেকে উদ্ধার হয় ওই বিস্ফোরক ৷ ঘটনায় ধরা পড়েছে 2 জন ৷
আরও পড়ুন : নৈহাটিতে বেআইনি অস্ত্রকারখানার হদিশ, ধৃত 2
ধৃতদের নাম সাহাদুল শেখ ও মিরাজুল মণ্ডল ৷ দুজনের বাড়িই ডোমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আমিনাবাদ বিশ্বাস পাড়ায় ৷ আগে থেকেই খবর ছিল বিস্ফোরক পাচারের ৷ সেই মতো মঙ্গলবার ডোমকল থানার পুলিশ ও এসটিএফের যৌথ অভিযান চালিয়ে ওই বিস্ফোরক উদ্ধার হয় ৷ গতকাল ধৃতদের আদালতে তোলা হয়েছে ৷ বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷
নির্বাচনের মধ্যে বিস্ফোরক পাচারের ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ কোথা থেকে ওই বিস্ফোরক আনা হচ্ছিল আর কোথায় তা পাচার হচ্ছিল তার তদন্ত চালাচ্ছে ৷ ধৃত পাচারকারীদের পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে ৷