ETV Bharat / state

Central Force for Sagardighi Bypoll: 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভির নজরদারিতে ভোট সাগরদিঘিতে - সাগরদিঘি

আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাগরদিঘির উপনির্বাচন (Central Force for Sagardighi Bypoll) ৷ নিরাপত্তায় কী পদক্ষেপ করল নির্বাচন কমিশন ?

17 Company Central Force will be deployed for Sagardighi Bypoll
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 3, 2023, 10:06 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর উপস্থিতিতেই উপনির্বাচন হবে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে (Central Force for Sagardighi Bypoll) ৷ একথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ নির্ঘণ্ট অনুসারে, আগামী 27 ফেব্রুয়ারি ফের ভোটের লাইনে দাঁড়াবেন সাগরদিঘির মানুষ ৷ তার বেশ খানিকটা সময় আগে, আগামী 12 ফেব্রুয়ারি রাজ্যে আসছে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ ভোটের সময় এই 17 কোম্পানি বাহিনীর পুরোটাই সাগরদিঘিতে মোতায়েন থাকবে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

এদিকে, উপনির্বাচনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে তিনজন পর্যবেক্ষক ৷ এঁরা হলেন একজন সাধারণ পর্যবেক্ষক, একজন পুলিশ পর্যবেক্ষক এবং একজন ব্যয় পর্যবেক্ষক ৷ এঁদের মধ্যে প্রথম দু'জন রাজ্যে এসে পৌঁছবেন আগামী 7 তারিখ ৷ তৃতীয়জন আসবেন তাঁদেরও একদিন আগে, অর্থাৎ আগামী 6 ফেব্রুয়ারি ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, পর্যবেক্ষক নিয়োগ তো থাকছেই ৷ এর পাশাপাশি, উপনির্বাচনের সময় সবক'টি বুথেই সিসিটিভি ক্যামেরায় লাগাতার নজরদারি চলবে ৷

আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে ত্রিমুখী লড়াই, বিজেপি প্রার্থী দিলীপ সাহা

প্রসঙ্গত, সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ ফলে এই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ৷ সুব্রত সাহা সাগরিঘির তিনবারের বিধায়ক ছিলেন ৷ 2011 সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছিলেন তিনি ৷ বর্তমান মমতা বন্দ্যোপাধ্য়ায় মন্ত্রিসভার অন্যতম সদস্যও ছিলেন সুব্রত ৷

সম্প্রতি তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 16 ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায় ৷ 27 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে মেঘালয় এবং নাগাল্য়ান্ডে ৷ একইসঙ্গে, 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গেও উপনির্বাচন হবে ৷ এই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়বেন দিলীপ সাহা ৷ অন্যদিকে, সুব্রত সাহার উত্তরসুরি হিসাবে তৃণমূল কংগ্রেসের বাজি হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত তাঁরা দু'জনই ব্যস্ত রয়েছেন ভোটের প্রচারে ৷ জয়ের বিষয়ে দুই প্রতিদ্বন্দ্বীই সমান আত্মবিশ্বাসী ৷ তবে শেষ হাসি কে হাসবেন, তার উত্তর পাওয়া যাবে 2 মার্চ ৷ ওই দিনই সামনে আসবে উপনির্বাচনের ফলাফল ৷

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর উপস্থিতিতেই উপনির্বাচন হবে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে (Central Force for Sagardighi Bypoll) ৷ একথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ নির্ঘণ্ট অনুসারে, আগামী 27 ফেব্রুয়ারি ফের ভোটের লাইনে দাঁড়াবেন সাগরদিঘির মানুষ ৷ তার বেশ খানিকটা সময় আগে, আগামী 12 ফেব্রুয়ারি রাজ্যে আসছে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ ভোটের সময় এই 17 কোম্পানি বাহিনীর পুরোটাই সাগরদিঘিতে মোতায়েন থাকবে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

এদিকে, উপনির্বাচনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে তিনজন পর্যবেক্ষক ৷ এঁরা হলেন একজন সাধারণ পর্যবেক্ষক, একজন পুলিশ পর্যবেক্ষক এবং একজন ব্যয় পর্যবেক্ষক ৷ এঁদের মধ্যে প্রথম দু'জন রাজ্যে এসে পৌঁছবেন আগামী 7 তারিখ ৷ তৃতীয়জন আসবেন তাঁদেরও একদিন আগে, অর্থাৎ আগামী 6 ফেব্রুয়ারি ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, পর্যবেক্ষক নিয়োগ তো থাকছেই ৷ এর পাশাপাশি, উপনির্বাচনের সময় সবক'টি বুথেই সিসিটিভি ক্যামেরায় লাগাতার নজরদারি চলবে ৷

আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে ত্রিমুখী লড়াই, বিজেপি প্রার্থী দিলীপ সাহা

প্রসঙ্গত, সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ ফলে এই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ৷ সুব্রত সাহা সাগরিঘির তিনবারের বিধায়ক ছিলেন ৷ 2011 সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছিলেন তিনি ৷ বর্তমান মমতা বন্দ্যোপাধ্য়ায় মন্ত্রিসভার অন্যতম সদস্যও ছিলেন সুব্রত ৷

সম্প্রতি তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 16 ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায় ৷ 27 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে মেঘালয় এবং নাগাল্য়ান্ডে ৷ একইসঙ্গে, 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গেও উপনির্বাচন হবে ৷ এই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়বেন দিলীপ সাহা ৷ অন্যদিকে, সুব্রত সাহার উত্তরসুরি হিসাবে তৃণমূল কংগ্রেসের বাজি হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত তাঁরা দু'জনই ব্যস্ত রয়েছেন ভোটের প্রচারে ৷ জয়ের বিষয়ে দুই প্রতিদ্বন্দ্বীই সমান আত্মবিশ্বাসী ৷ তবে শেষ হাসি কে হাসবেন, তার উত্তর পাওয়া যাবে 2 মার্চ ৷ ওই দিনই সামনে আসবে উপনির্বাচনের ফলাফল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.