মুর্শিদাবাদ, 15 ফেব্রুয়ারি : মাটি খুঁড়ে উদ্ধার করা হল চুরি যাওয়া 16 লাখ টাকা ৷ তদন্তে নেমে মাটি খুঁড়ে চুরি চাওয়া 16 লাখ 20 হাজার টাকা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। বীরভূমের একটি পোলট্রি খামারের মাটির তলায় লুকানো ছিল ওই টাকা । ধৃতদের নাম বিশ্বজিৎ পাল ও চিরঞ্জিৎ লেট । তাদের বাড়ি বীরভূম জেলার নলহাটি থানার ধরমপুর ডাঙাপাড়া ও ভদ্রপুরে।
চুরির 48 ঘণ্টার মধ্যে ঘটনার কিনারা করল পুলিশ । গত শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থানার উমরপুরে একটি পোলট্রি মুরগির খাবার সাপ্লাইয়ের দোকান থেকে 17 লাখ 46 হাজার 646 টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে দোকানের এক কর্মী ও এক ক্রেতাকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করতে ওই দুই দুষ্কৃতী টাকা চুরির কথা স্বীকার করে।
তাদের বয়ান নেওয়ার পরেই পুলিশ বীরভূম জেলার নলহাটির একটি পোলট্রি খামারের মাটি খুঁড়ে 16 লাখ 20 হাজার টাকা উদ্ধার করে। বাকি টাকা কোথায় রেখেছে দুষ্কৃতীরা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : নওদা থানার পুলিশ অফিসারের বাড়িতে চুরি