ETV Bharat / state

একদিনে মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত 14 - murshidabad Corona cases

প্রত্যেককে মুর্শিদাবাদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । বেশিরভাগই ভিন রাজ্যের শ্রমিক বলে জানা গেছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 12:41 PM IST

মুর্শিদাবাদ, 22 মে : একদিনে মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত 14 জন । তাঁদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের শ্রমিক । আজ প্রত্যেককে মুর্শিদাবাদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । আক্রান্তের মধ্যে আট জন নবগ্রাম ব্লকের বাসিন্দা । সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন তাঁরা ।

রাজ্যে তিন হাজার ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মুর্শিদাবাদে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । গতকাল একসঙ্গে 14 জনের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁদের মধ্যে নবগ্রাম ব্লকের আটজন রয়েছেন । দু'জন ডোমকল, একজন ভগবানগোলা ব্লকের, একজন সালারের বাসিন্দা । এছাড়াও সাগরদিঘি ও শক্তিপুর ব্লকের একজন করে রয়েছেন এই তালিকায় । নবগ্রামের আট জনই সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন । এদিকে ডোমকলের জিৎপুরে একই পরিবারের দু'জন আক্রান্ত । এর আগেও এই পরিবারে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । আজ সকালেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে । আক্রান্তের পরিবারের সকলকে ও সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।

এদিকে, এই নিয়ে মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 31 । একদিনে 14 জনের শরীরে কোরোনা সংক্রমণ মেলায় চিন্তায় জেলা প্রশাসন ।

মুর্শিদাবাদ, 22 মে : একদিনে মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত 14 জন । তাঁদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের শ্রমিক । আজ প্রত্যেককে মুর্শিদাবাদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । আক্রান্তের মধ্যে আট জন নবগ্রাম ব্লকের বাসিন্দা । সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন তাঁরা ।

রাজ্যে তিন হাজার ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মুর্শিদাবাদে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । গতকাল একসঙ্গে 14 জনের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁদের মধ্যে নবগ্রাম ব্লকের আটজন রয়েছেন । দু'জন ডোমকল, একজন ভগবানগোলা ব্লকের, একজন সালারের বাসিন্দা । এছাড়াও সাগরদিঘি ও শক্তিপুর ব্লকের একজন করে রয়েছেন এই তালিকায় । নবগ্রামের আট জনই সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন । এদিকে ডোমকলের জিৎপুরে একই পরিবারের দু'জন আক্রান্ত । এর আগেও এই পরিবারে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । আজ সকালেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে । আক্রান্তের পরিবারের সকলকে ও সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।

এদিকে, এই নিয়ে মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 31 । একদিনে 14 জনের শরীরে কোরোনা সংক্রমণ মেলায় চিন্তায় জেলা প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.