ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্ত আরও 13 - Corona virus in murshidabad

মুর্শিদাবাদ জেলায় কোরোনায় আক্রান্ত আরও 13 জন । মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 285 জন ।

13 new covid positive cases found in murshidabad
13 new covid positive cases found in murshidabad
author img

By

Published : Jul 10, 2020, 9:42 PM IST

মুর্শিদাবাদ, 10 জুলাই : আরও 13 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলল মুর্শিদাবাদে । আক্রান্তদের বহরমপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ধুলিয়ান পৌর এলাকার চারজন, নওদা ব্লকের তিনজন, সামসেরগঞ্জ ব্লকের দু'জন, মুর্শিদাবাদ পৌর এলাকার একজন, বহরমপুর পৌর এলাকার একজন, ডোমকলের একজন ও রঘুনাথগঞ্জ ব্লকের একজন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 285 জন । কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে 52 জনের । পাঁচ জনকে রাখা হয়েছে আইসোলেশনে ।

আক্রান্তের হার সবচেয়ে বেশি হওয়ায় ধুলিয়ান পৌরসভা এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করে সম্পূর্ণ লকডাউনের আওতায় ফেলা হল আজ থেকে । পৌরসভার 3 ও 5 নম্বর ওয়ার্ড এলাকায় আক্রান্তের হার সবথেকে বেশি । ওই দুই ওয়ার্ড সহ সতর্কবার্তা জারি করা হয়েছে সমগ্র ধুলিয়ান জুড়ে । সামসেরগঞ্জ থানা ও ধুলিয়ান পৌর প্রশাসনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী 10 থেকে 15 জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ।

শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে এলাকার ওষুধের দোকানগুলিকে। খুচরো বজির দোকান ও মাছ-মাংসের দোকান খোলা থাকবে সকাল 7 টা থেকে 11 টা পর্যন্ত । মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । প্রশাসনের নির্দেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মুর্শিদাবাদ, 10 জুলাই : আরও 13 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলল মুর্শিদাবাদে । আক্রান্তদের বহরমপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ধুলিয়ান পৌর এলাকার চারজন, নওদা ব্লকের তিনজন, সামসেরগঞ্জ ব্লকের দু'জন, মুর্শিদাবাদ পৌর এলাকার একজন, বহরমপুর পৌর এলাকার একজন, ডোমকলের একজন ও রঘুনাথগঞ্জ ব্লকের একজন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 285 জন । কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে 52 জনের । পাঁচ জনকে রাখা হয়েছে আইসোলেশনে ।

আক্রান্তের হার সবচেয়ে বেশি হওয়ায় ধুলিয়ান পৌরসভা এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করে সম্পূর্ণ লকডাউনের আওতায় ফেলা হল আজ থেকে । পৌরসভার 3 ও 5 নম্বর ওয়ার্ড এলাকায় আক্রান্তের হার সবথেকে বেশি । ওই দুই ওয়ার্ড সহ সতর্কবার্তা জারি করা হয়েছে সমগ্র ধুলিয়ান জুড়ে । সামসেরগঞ্জ থানা ও ধুলিয়ান পৌর প্রশাসনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী 10 থেকে 15 জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ।

শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে এলাকার ওষুধের দোকানগুলিকে। খুচরো বজির দোকান ও মাছ-মাংসের দোকান খোলা থাকবে সকাল 7 টা থেকে 11 টা পর্যন্ত । মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । প্রশাসনের নির্দেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.