ETV Bharat / state

Farakka Accident: স্করপিওর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 11 মাসের শিশুর - ফরাক্কা দুর্ঘটনা

স্করপিও গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল 11 মাসের এক শিশুর (11 month old baby road Accident at Farakka) । গাড়িটির চালক ও খালাসি পলাতক ।

Farakka Accident
স্করপিওর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 11 মাসের শিশুর
author img

By

Published : Nov 26, 2022, 11:09 AM IST

ফরাক্কা, 26 নভেম্বর: বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল 11 মাসের এক শিশুর (11 month old baby road Accident at Farakka) । মৃত ওই শিশুর নাম আনাস শেখ ৷ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার আন্দুয়া গ্রামে । এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ ঘাতক গাড়িটির সন্ধান পেয়েছে পুলিশ । তবে চালক ও খালাসি পলাতক । ফরাক্কা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির দরজার সামনে খলছিল এগারো মাসের ওই শিশু । রাস্তার পাশেই বাড়ি হওয়ায় হামাগুড়ি দিতে দিতে শিশুটি রাস্তার উপরে চলে যায় । সেসময় আন্দুয়ার দিক থেকে যাত্রী নিয়ে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি স্করপিও । পরিবারের সদস্যদের অভিযোগ, ড্রাইভার গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন । তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা । তড়িঘড়ি ওই শিশুকে ফরাক্কা থানার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে জানান । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় ।

ফরাক্কা, 26 নভেম্বর: বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল 11 মাসের এক শিশুর (11 month old baby road Accident at Farakka) । মৃত ওই শিশুর নাম আনাস শেখ ৷ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার আন্দুয়া গ্রামে । এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ ঘাতক গাড়িটির সন্ধান পেয়েছে পুলিশ । তবে চালক ও খালাসি পলাতক । ফরাক্কা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির দরজার সামনে খলছিল এগারো মাসের ওই শিশু । রাস্তার পাশেই বাড়ি হওয়ায় হামাগুড়ি দিতে দিতে শিশুটি রাস্তার উপরে চলে যায় । সেসময় আন্দুয়ার দিক থেকে যাত্রী নিয়ে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি স্করপিও । পরিবারের সদস্যদের অভিযোগ, ড্রাইভার গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন । তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা । তড়িঘড়ি ওই শিশুকে ফরাক্কা থানার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে জানান । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় ।

আরও পড়ুন: আড়াই বছরের শিশুকে 'ধর্ষণ', অভিযুক্ত বাংলার পরিযায়ী শ্রমিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.