ETV Bharat / state

Accidental Death in Bhagirathi: নদীতে স্নানে নেমে সাগরদিঘিতে তলিয়ে মৃত্যু নাবালিকার, নিখোঁজ এক - Accidental Death in Bhagirathi

ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 5 কচিকাঁচা ৷ তাদের মধ্যে এক নাবালিকার মৃত্য়ু হয়েছে জলে ডুবে ৷ নিখোঁজ এক নাবালক (10) ৷

Etv Bharat
নদীতে ডুবে মৃত্যু নাবালিকার
author img

By

Published : Apr 23, 2023, 7:33 PM IST

Updated : Apr 23, 2023, 8:12 PM IST

মুর্শিদাবাদ, 23 এপ্রিল: সাগরদিঘির ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 5 কচিকাঁচা। এদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে এক নাবালিকার ৷ তার দেহ উদ্ধার হয়েছে ৷ অপর এক নাবালক এখনও নিখোঁজ রয়েছে । রবিবার ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার কাবিলপুরের । নিখোঁজ বালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি। ঘটনাস্থলে রয়েছে সাগরদিঘি থানার পুলিশ । মৃত নাবালিকার নাম সাথী মণ্ডল (10) ৷ নিখোঁজ বালকের বিশু মণ্ডল (10) ৷ দুজনেরই সাগিরদিঘি থানার সাহেবনগর চাঁইপাড়া এলাকার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায় ভাগীরথী নদীতে স্নান করতে নামে ন’জন কচিকাঁচা। ঘাটে বাঁধা একটি নৌকো থেকে তারা গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। খেয়া পারাপারের ইঞ্জিনের নৌকোটি ছেড়ে যেতেই স্রোতে ভেসে যায় 5 জন । বাকি চার পাড়ে ফিরে আসতে পারলেও ওই 5 নাবালক জলের মধ্যে হাবুডুব খেতে থাকে । তাদের তলিয়ে যেতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন সাহায্যের জন্য ৷ তড়িঘড়ি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে উদ্ধার অভিযানে হাত লাগান তারা। তিনজন জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও সাথী মণ্ডল (10) নামে এক নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ পাশাপাশি বিশু মণ্ডল নামে এক নাবালক এখনও নিখোঁজ ।

আরও পড়ুন: বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর

ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বালককে উদ্ধারের জন্য ডুবুরি টিমকে খবর দেয় সাগরদিঘি থানার পুলিশ। ডুবুরি টিম ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের উদ্ধারকাজ চলছে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিখোঁজ বিশু মণ্ডলের মা যমুনা মণ্ডল বলেন, "গঙ্গায় নামতে নিষেধ করেছিলাম । ছেলে শোনেনি । সবার সঙ্গে স্নান করতে এসেছিল । সাঁতার জানত না ছেলে ।" প্রত্যক্ষদর্শী মেহেবুব রহমান জানান, পাঁচজনকে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা প্রথমে এগিয়ে আসেন ৷ তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে । একজন এখনও নিখোঁজ ।

মুর্শিদাবাদ, 23 এপ্রিল: সাগরদিঘির ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 5 কচিকাঁচা। এদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে এক নাবালিকার ৷ তার দেহ উদ্ধার হয়েছে ৷ অপর এক নাবালক এখনও নিখোঁজ রয়েছে । রবিবার ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার কাবিলপুরের । নিখোঁজ বালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি। ঘটনাস্থলে রয়েছে সাগরদিঘি থানার পুলিশ । মৃত নাবালিকার নাম সাথী মণ্ডল (10) ৷ নিখোঁজ বালকের বিশু মণ্ডল (10) ৷ দুজনেরই সাগিরদিঘি থানার সাহেবনগর চাঁইপাড়া এলাকার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায় ভাগীরথী নদীতে স্নান করতে নামে ন’জন কচিকাঁচা। ঘাটে বাঁধা একটি নৌকো থেকে তারা গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। খেয়া পারাপারের ইঞ্জিনের নৌকোটি ছেড়ে যেতেই স্রোতে ভেসে যায় 5 জন । বাকি চার পাড়ে ফিরে আসতে পারলেও ওই 5 নাবালক জলের মধ্যে হাবুডুব খেতে থাকে । তাদের তলিয়ে যেতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন সাহায্যের জন্য ৷ তড়িঘড়ি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে উদ্ধার অভিযানে হাত লাগান তারা। তিনজন জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও সাথী মণ্ডল (10) নামে এক নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ পাশাপাশি বিশু মণ্ডল নামে এক নাবালক এখনও নিখোঁজ ।

আরও পড়ুন: বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর

ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বালককে উদ্ধারের জন্য ডুবুরি টিমকে খবর দেয় সাগরদিঘি থানার পুলিশ। ডুবুরি টিম ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের উদ্ধারকাজ চলছে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিখোঁজ বিশু মণ্ডলের মা যমুনা মণ্ডল বলেন, "গঙ্গায় নামতে নিষেধ করেছিলাম । ছেলে শোনেনি । সবার সঙ্গে স্নান করতে এসেছিল । সাঁতার জানত না ছেলে ।" প্রত্যক্ষদর্শী মেহেবুব রহমান জানান, পাঁচজনকে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা প্রথমে এগিয়ে আসেন ৷ তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে । একজন এখনও নিখোঁজ ।

Last Updated : Apr 23, 2023, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.