মালদা, 26 মার্চ : পণের দাবিতে যুবতিকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি পুরাতন মালদার খইহাট্টা এলাকার। মৃত যুবতির নাম রুকমণি হালদার সরকার (১৯)। বাড়ি পুরাতন মালদার ১৩ নম্বর ওয়ার্ড খইহাট্টায়। মৃতের পরিবার তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় যুবক অক্ষয় সরকারের সাথে প্রেমের সম্পর্ক ছিল রুকমণির। গতবছরের সেপ্টেম্বরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় অক্ষয় ও রুকমণির। বিয়ের সময় পণ হিসেবে অক্ষয়কে ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে টোটো কিনে দেয় রুকমণির পরিবার। তারপরও পণের দাবিতে রুকমণির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে শ্বশুরবাড়ির লোকেরা। গতকাল সন্ধেয় রুকমণির পরিবারের লোকজন মেয়েকে বাড়ি ফিরিয়ে আনতে যায়। কিন্তু, শ্বশুরবাড়ির লোকেরা রুকমণিকে বাড়ি ফিরতে দেয়নি।
রুকমণির বউদি সুমিত্রা হালদার বলেন, প্রেম করে বিয়ে করেছিল রুকমণি। বিয়ের সময় যৌতুক দেওয়া হয়েছিল। তারপরও বাড়ি থেকে টাকা আনার জন্য রুকমণিকে মারধর করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সন্ধেয় রুকমণিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য আমার শাশুড়ি গিয়েছিল। কিন্তু রুকমণিকে আসতে দেয়নি অক্ষয়ের পরিবারের লোকজন। রাতে ফোন করে আমাদের বাড়িতে ডাকে রুকমণির শ্বশুরবাড়ির লোকজন। সেখানে গেলে তারা জানায়, রুকমণি বিষ খেয়েছে। আমরা রুকমণিকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রুকমণিকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, "আমাদের অনুমান, রুকমণিকে বিষ খাইয়ে খুন করা হয়েছে। আমরা মালদা থানায় রুকমণির স্বামী সহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।"
মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।