ETV Bharat / state

Malda Gunshot : দেওরের হাতে গুলিবিদ্ধ বৌদি, গ্রেফতার অভিযুক্ত

মালদায় দেওরের হাতে গুলিবিদ্ধ বৌদি ৷ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দেওর ৷ মালদার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন বৌদি সাহেবা খাতুন (youth shoots sister in law in malda ) ৷

Brother-in-law shootout
দেওরে হাতে গুলিবিদ্ধ বৌদি, গ্রেফতার অভিযুক্ত
author img

By

Published : May 25, 2022, 4:36 PM IST

মালদা, 25 মে : দেওরের হাতে গুলিবিদ্ধ বৌদি ! গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সাহেবা খাতুন নামে বছর 18-র মেয়েটি ৷ মঙ্গলবার রাতে মালদা কালিয়াচকের নারায়ণপুর এলাকায় ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত দেওর সাইদুল্লা হক ওরফে মোটুকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ ৷ আহত মহিলার অবস্থা স্থিতিশীল (youth shoots sister in law in malda )৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হঠাৎ করেই সাইদুল্লা হক ওরফে মোটু বৌদি সাহেবা খাতুনকে গুলি করে ৷ ঘটনাটি চাপা দিতে পরিবারে লোকজন পুলিশকে না জানিয়েই সাহেবাকে নার্সিংহোমে ভর্তি করায় ৷ সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ এরপরই সাইদুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তের কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন: Businessman shot : জুয়ার আসরে বচসার জেরে মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ আহত সাহেবা খাতুন এবং অভিযুক্ত সাইদুল্লা হককে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনাবশত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে ৷ অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কী কারণে সে ওই আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল, ধৃত যুবকের সঙ্গে আগ্নেয়াস্ত্র কারবারের কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

মালদা, 25 মে : দেওরের হাতে গুলিবিদ্ধ বৌদি ! গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সাহেবা খাতুন নামে বছর 18-র মেয়েটি ৷ মঙ্গলবার রাতে মালদা কালিয়াচকের নারায়ণপুর এলাকায় ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত দেওর সাইদুল্লা হক ওরফে মোটুকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ ৷ আহত মহিলার অবস্থা স্থিতিশীল (youth shoots sister in law in malda )৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হঠাৎ করেই সাইদুল্লা হক ওরফে মোটু বৌদি সাহেবা খাতুনকে গুলি করে ৷ ঘটনাটি চাপা দিতে পরিবারে লোকজন পুলিশকে না জানিয়েই সাহেবাকে নার্সিংহোমে ভর্তি করায় ৷ সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ এরপরই সাইদুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তের কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন: Businessman shot : জুয়ার আসরে বচসার জেরে মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ আহত সাহেবা খাতুন এবং অভিযুক্ত সাইদুল্লা হককে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনাবশত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে ৷ অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কী কারণে সে ওই আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল, ধৃত যুবকের সঙ্গে আগ্নেয়াস্ত্র কারবারের কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.