মালদা, 2 নভেম্বর: প্রতিবেশী দেশগুলিতে কি কর্মসংস্থানের আরও বেশি অভাব ? কখনও বাংলাদেশ, কখনও মায়ানমার, মাঝেমধ্যেই কাজের জন্য এদেশে চলে আসছেন সেখানকার নাগরিকরা ৷ মাঝেমধ্যে তাঁদের অনেকে সীমান্তরক্ষী বাহিনী কিংবা পুলিশের হাতে ধরাও পড়ছেন ৷ বিচার প্রক্রিয়া শেষে পুশ ব্যাক করে তাঁদের দেশে ফেরত পাঠানো হচ্ছে ৷ কিন্তু নিরাপত্তারক্ষীদের অগোচরে এমন কত ভিনদেশি নাগরিক যে এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তার কোনও ইয়ত্তা নেই ৷
এভাবেই ত্রিপুরা দিয়ে অবৈধভাবে এদেশে ঢুকে দিব্যি রাজমিস্ত্রির কাজ করে যাচ্ছিলেন এক বাংলাদেশি নাগরিক ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত বাংলাদেশিকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশিকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
আজ আদালতে যাওয়ার পথে ফিরোজ বলেন, "আমি রাজমিস্ত্রি৷ কাজের সন্ধানে এদেশে এসেছিলাম ৷ ত্রিপুরার আগরতলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছি ৷ দু'মাস ধরে মালদায় রাজমিস্ত্রির কাজ করছিলাম ৷ গতকাল রাতে পুলিশ আমাকে ধরেছে ৷ তবে আমার কাছ থেকে কিছু পাওয়া যায়নি ৷" এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইংরেজবাজার থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, "সম্ভবত এই বাংলাদেশি যুবক গতকাল রাতে মহদিপুর সীমান্ত দিয়ে নিজের দেশে ঢোকার চেষ্টা করছিল ৷ তার আগেই তাকে গ্রেফতার করা হয় ৷ কাজের জন্য অনেক সময়ই বাংলাদেশি নাগরিকরা এদেশে চলে আসছে ৷ অনেক ক্ষেত্রে তাদের ধরা গেলেও অনেকে যে বিএসএফ ও পুলিশের নজর এড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷"
আরও পড়ুন: দ্বীপ গড়ে ওঠার পর থেকেই সাগরের অধিষ্ঠাত্রী তিনি, জানুন সেই আদি কালী মন্দিরের কথা