ETV Bharat / state

Youth Dies for Love: প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে আত্মঘাতী যুবক - বিয়ে ঠিকের খবর শুনে আত্মঘাতী যুবক

প্রেমিকার টানে ভিনরাজ্য থেকে ঘরে ফিরেছিলেন যুবক ৷ কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হয়েছে জেনে আত্মঘাতী (Died by Suicide) হলেন তিনি ৷ মৃত যুবকের নাম রাজা দাস ৷ বয়স 19 বছর ৷

Youth commits suicide after hearing news of girlfriend getting married elsewhere
Youth commits suicide after hearing news of girlfriend getting married elsewhere
author img

By

Published : Sep 21, 2022, 9:36 PM IST

মালদা, 21 সেপ্টেম্বর: প্রেমিকাকে (Lover) বিয়ে করতে ভিনরাজ্যের কাজ ছেড়ে বাড়িতে ফিরে এসেছিলেন এক যুবক ৷ দিদিকে জানিয়েছিলেন, প্রেমিকার বিরহে তিনি ভিনরাজ্যে থাকতে পারছেন না ৷ নেশা করছেন ৷ প্রেমিকার সঙ্গে বিয়ে হলে তিনি সব কিছু ছেড়ে দেবেন ৷ ভাইয়ের কথা শুনে প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন দিদি ৷ প্রেমিকা ওই যুবককে বিয়ে করতে রাজি ৷ কিন্তু রাজি নন তাঁর বাবা ৷ তিনি অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ৷ সেকথা জানতে পেরে আমবাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই পরিযায়ী শ্রমিক (Youth commits suicide after hearing news of girlfriend getting married elsewhere) ৷

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের মালতিপুরে ৷ চাঁচল থানার পুলিশ মঙ্গলবার রাতে মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে মৃত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত মিটে গেলেই এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে ৷

মৃত যুবকের নাম রাজা দাস ৷ বয়স 19 বছর ৷ বাড়ি মালতিপুরের কাশিপাড়া এলাকায় ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর ধরে এলাকারই একটি মেয়ের সঙ্গে প্রেম চলছিল রাজার ৷ কিছুদিন আগে রাজা, তাঁর মা ও ভাই ভিনরাজ্যে কাজে চলে যান ৷ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাজা বাড়ি ফিরে আসেন ৷

মালদায় আত্মঘাতী 19 বছরের যুবক

তাঁর দিদি অর্চনা দাস বলেন, "ভাই বাড়ি ফিরে আসে ৷ আমায় বলে, তাঁর নাকি অসুখ হয়েছে ৷ কিন্তু আমি জানতে পারি, ভাই নেশা করছে ৷ এ নিয়ে ওঁর সঙ্গে কথা বলি ৷ তখন তিনি নিজেদের প্রেমের বিষয়টি আমাকে জানায় ৷ আমি মেয়েটির মাকে ফোন করে সব জানাই ৷ মেয়েটি ভাইকে বিয়ে করতে রাজি ছিল ৷ ওর মাও ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন ৷ কিন্তু তাঁর বাবা আমার ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি নন ৷ তিনি অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ৷ সেখবর জানতে পেরেই ভাই গলায় ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছে (Died by Suicide) ৷ আমরা এ নিয়ে পুলিশে অভিযোগ জানাব ৷"

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে রহস্য, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের আর্জি স্ত্রী'র

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

মালদা, 21 সেপ্টেম্বর: প্রেমিকাকে (Lover) বিয়ে করতে ভিনরাজ্যের কাজ ছেড়ে বাড়িতে ফিরে এসেছিলেন এক যুবক ৷ দিদিকে জানিয়েছিলেন, প্রেমিকার বিরহে তিনি ভিনরাজ্যে থাকতে পারছেন না ৷ নেশা করছেন ৷ প্রেমিকার সঙ্গে বিয়ে হলে তিনি সব কিছু ছেড়ে দেবেন ৷ ভাইয়ের কথা শুনে প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন দিদি ৷ প্রেমিকা ওই যুবককে বিয়ে করতে রাজি ৷ কিন্তু রাজি নন তাঁর বাবা ৷ তিনি অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ৷ সেকথা জানতে পেরে আমবাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই পরিযায়ী শ্রমিক (Youth commits suicide after hearing news of girlfriend getting married elsewhere) ৷

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের মালতিপুরে ৷ চাঁচল থানার পুলিশ মঙ্গলবার রাতে মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে মৃত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত মিটে গেলেই এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে ৷

মৃত যুবকের নাম রাজা দাস ৷ বয়স 19 বছর ৷ বাড়ি মালতিপুরের কাশিপাড়া এলাকায় ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর ধরে এলাকারই একটি মেয়ের সঙ্গে প্রেম চলছিল রাজার ৷ কিছুদিন আগে রাজা, তাঁর মা ও ভাই ভিনরাজ্যে কাজে চলে যান ৷ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাজা বাড়ি ফিরে আসেন ৷

মালদায় আত্মঘাতী 19 বছরের যুবক

তাঁর দিদি অর্চনা দাস বলেন, "ভাই বাড়ি ফিরে আসে ৷ আমায় বলে, তাঁর নাকি অসুখ হয়েছে ৷ কিন্তু আমি জানতে পারি, ভাই নেশা করছে ৷ এ নিয়ে ওঁর সঙ্গে কথা বলি ৷ তখন তিনি নিজেদের প্রেমের বিষয়টি আমাকে জানায় ৷ আমি মেয়েটির মাকে ফোন করে সব জানাই ৷ মেয়েটি ভাইকে বিয়ে করতে রাজি ছিল ৷ ওর মাও ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন ৷ কিন্তু তাঁর বাবা আমার ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি নন ৷ তিনি অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ৷ সেখবর জানতে পেরেই ভাই গলায় ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছে (Died by Suicide) ৷ আমরা এ নিয়ে পুলিশে অভিযোগ জানাব ৷"

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে রহস্য, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের আর্জি স্ত্রী'র

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.