ETV Bharat / state

ধর্ষণে বাধা, যুবতি ও তাঁর সন্তানকে মারধরের অভিযোগ - youth

ধর্ষণে বাধা দেওয়ায় যুবতি ও তাঁর সন্তানকে মারধর করল মদ্যপ যুবক। ঘটনায় এখনও থানায় অভিযোগি দায়ের করা হয়নি।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 21, 2019, 5:40 PM IST

মালদা, ২১ ফেব্রুয়ারি : ধর্ষণে বাধা দেওয়ায় যুবতি ও তাঁর সন্তানকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তর নাম উজ্জ্বল বর্মণ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি হবিবপুর থানা এলাকার। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

ওই যুবতির স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। শাশুড়ি ও ছেলেকে নিয়ে একাই থাকেন ওই যুবতি। অভিযোগ, গতরাতে উজ্জ্বল বর্মন নামে স্থানীয় এক যুবক মদ্যপান করে তাঁর ঘরে ঢোকে। তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময়, ওই যুবতি ধর্ষণে বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর ছেলের। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।

হবিবপুর থানার IC ত্রিদীপ প্রামাণিক বলেন, "এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা ছিল না। তা ছাড়া এখনও থানায় কোনও অভিযোগ জমা পড়েনি। আমি এখনই ঘটনাটি নিয়ে খোঁজ নিচ্ছি।"

undefined

মালদা, ২১ ফেব্রুয়ারি : ধর্ষণে বাধা দেওয়ায় যুবতি ও তাঁর সন্তানকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তর নাম উজ্জ্বল বর্মণ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি হবিবপুর থানা এলাকার। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

ওই যুবতির স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। শাশুড়ি ও ছেলেকে নিয়ে একাই থাকেন ওই যুবতি। অভিযোগ, গতরাতে উজ্জ্বল বর্মন নামে স্থানীয় এক যুবক মদ্যপান করে তাঁর ঘরে ঢোকে। তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময়, ওই যুবতি ধর্ষণে বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর ছেলের। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।

হবিবপুর থানার IC ত্রিদীপ প্রামাণিক বলেন, "এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা ছিল না। তা ছাড়া এখনও থানায় কোনও অভিযোগ জমা পড়েনি। আমি এখনই ঘটনাটি নিয়ে খোঁজ নিচ্ছি।"

undefined
Intro:মালদা, ১৯ ফেব্রুয়ারিঃ ভুটভুটির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর৷ গুরুতর আহত আরও দুই জন৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতের তুলসিহাটা-কুশিদা রাজ্য সড়কে৷ আহত দুই যুবক বর্তমানে চিকিৎসাধীন৷ এই ঘটনায় আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷Body:মৃত দুই যুবকের নাম ইন্দ্রজিৎ দাস (২৮) ও রাম দাস (৩০)৷ গুরুতর আহত হয়েছে আরেক বাইক আরোহী গণানু রায় ও ভুটভুটি চালক৷ তিন বাইক আরোহীর বাড়ি বিহারের বারসইয়ে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন মোরবাইক আরোহী বাড়ি ফিরছিলেন৷ অন্যদিকে, একটি মালবোঝাই ভুটভুটি তুলসীহাটা থেকে কুশিদা আসছিল৷ কুশিদা গ্রামপঞ্চায়েতের জয়বাংলা গ্রামের কাছে রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইক ও ভুটভুটির৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজিৎ ও রামের৷ গুরুতর আহত হন ভুটভুটি চালক সহ আরেক মোটরবাইক আরোহী৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুশিদা হাসপাতালে ভর্তি করেন৷ গণানু রায়ের শারীরিক অবস্থায় অবণতি হলে তাকে কাটিহার মেডিকেলে স্থানান্তরিত করা হয়৷ ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও ভুটভুটি তুলে নিয়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়৷ এই ঘটনায় আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.