ETV Bharat / state

Died By Suicide: পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী প্রথম স্ত্রী, খুনের অভিযোগ পরিবারের

author img

By

Published : Jan 3, 2023, 9:54 PM IST

ছেলেমেয়ে থাকা সত্ত্বেও স্বামীর দ্বিতীয় বিয়ে ৷ দুই সতীনের বিবাদে আত্মঘাতী প্রথম স্ত্রী (Died By Suicide) ৷ খুনের অভিযোগ পরিবারের ৷

আত্মঘাতী প্রথম স্ত্রী
ETV Bharat

পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী প্রথম স্ত্রী

মালদা, 3 জানুয়ারি: ঘরে স্ত্রী রয়েছেন ৷ তিনটি ছেলেমেয়েও আছে ৷ তারপরেও বছরখানেক আগে আরও এক যুবতীকে বিয়ে করেছিলেন চাঁচলের রাজু প্রামাণিক ৷ দ্বিতীয় স্ত্রী ঘরে ঢুকতেই শুরু হয় দুই সতীনের বিবাদ ৷ তারই জেরে গতকাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বড় সতীন (Young Woman Died By Suicide in Malda) ৷

এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই শোরগোল পড়েছে চাঁচল থানার হজরতপুর গ্রামের উত্তরপাড়ায় ৷ মৃত বধূর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে ৷ মৃতের স্বামী ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে পরিবারের দাবি ৷ যদিও পুলিশ জানিয়েছে, দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ আত্মঘাতী বধূর নাম পিংকি প্রামাণিক (পোদ্দার) ৷ বয়স 30 বছর ৷

জানা গিয়েছে, 10-12 বছর আগে দেখাশোনা করে পিংকির সঙ্গে রাজুর বিয়ে হয় ৷ তাঁদের দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে ৷ রাজু পেশায় ক্ষৌরকার ৷ তাঁর সেলুন রয়েছে ৷ সমস্যা শুরু হয় বছর দেড়েক আগে ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবতির প্রেমে পড়েন রাজু ৷ সেই প্রেম ধীরে ধীরে গাঢ় হতে থাকে ৷ শেষ পর্যন্ত ন'মাস আগে দক্ষিণ 24 পরগনার বসিরহাটের যুবতি প্রিয়া প্রামাণিককে বিয়ে করে ঘরে নিয়ে আসেন তিনি ৷ তখন থেকেই পিংকির সঙ্গে প্রিয়ার বিবাদ শুরু হয়ে যায় ৷ গতকাল সন্ধেয় সেই বিবাদ চরম আকার নেয় ৷ অভিযোগ, সেই সময় প্রিয়া তাঁর বড় সতীনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন ৷ সেই অপমান সহ্য করতে না-পেরে শোওয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন পিংকি ৷ খবর পেয়ে চাঁচল থানার পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

এই ঘটনায় পিংকির শাশুড়ি দীপা প্রামাণিক প্রিয়াকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "ঝামেলার জেরে গত তিনদিন পিংকি ভাত খায়নি ৷ গতকাল রাতে বাড়ির সবার জন্য ভাত রেঁধেছে ৷ আমি ওকে ভাত খেতে বলি ৷ কিন্তু গতকালও ও ভাত খায়নি ৷ ছোট বউটা বাড়িতে আসার পর থেকেই ও এমন হয়ে গিয়েছিল ৷ 12-13 বছর আগে ছেলের সঙ্গে পিংকির বিয়ে দিয়েছিলাম ৷ আমার ছেলের মাথায় যে কী ভিমরতি হল, ন'মাস আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তোলে ৷ মেয়েটার বাড়ি বসিরহাটে ৷ ইন্টারনেট থেকে ওদের মধ্যে পরিচয় ৷ মেয়েটা খুব বদমাশ ৷ প্রিয়ার জন্যই পিংকি আত্মহত্যা করেছে ৷"

আরও পড়ুন: অতিরিক্ত পরিমাণে চেতনানাশক ইঞ্জেকশন, আত্মঘাতী তামিলনাড়ুর চিকিৎসক

এদিকে পিংকির দাদা অমল পোদ্দার বলেন, "গতকাল রাতে বোনের এক প্রতিবেশী ফোন করে খবর দেয়, পিংকি আত্মঘাতী হয়েছেন ৷ ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে ৷ আমরা রাতেই হাসপাতালে চলে যাই ৷ দেখি, ততক্ষণে বোন মারা গিয়েছেন ৷ রাজু দ্বিতীয় বিয়ে করার পর থেকেই বোনের সংসারে অশান্তি শুরু হয়েছিল ৷ গ্রামে কয়েকবার সালিশি সভাও হয়েছে ৷ সমাজের লোক বলেছিল, ওদের কোনও ঝামেলা হবে না ৷ শেষ পর্যন্ত বোনটাকে চলে যেতে হল ৷ আমাদের ধারণা, বোনকে খুন করা হয়েছে ৷ এ নিয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছি ৷"

পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী প্রথম স্ত্রী

মালদা, 3 জানুয়ারি: ঘরে স্ত্রী রয়েছেন ৷ তিনটি ছেলেমেয়েও আছে ৷ তারপরেও বছরখানেক আগে আরও এক যুবতীকে বিয়ে করেছিলেন চাঁচলের রাজু প্রামাণিক ৷ দ্বিতীয় স্ত্রী ঘরে ঢুকতেই শুরু হয় দুই সতীনের বিবাদ ৷ তারই জেরে গতকাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বড় সতীন (Young Woman Died By Suicide in Malda) ৷

এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই শোরগোল পড়েছে চাঁচল থানার হজরতপুর গ্রামের উত্তরপাড়ায় ৷ মৃত বধূর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে ৷ মৃতের স্বামী ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে পরিবারের দাবি ৷ যদিও পুলিশ জানিয়েছে, দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ আত্মঘাতী বধূর নাম পিংকি প্রামাণিক (পোদ্দার) ৷ বয়স 30 বছর ৷

জানা গিয়েছে, 10-12 বছর আগে দেখাশোনা করে পিংকির সঙ্গে রাজুর বিয়ে হয় ৷ তাঁদের দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে ৷ রাজু পেশায় ক্ষৌরকার ৷ তাঁর সেলুন রয়েছে ৷ সমস্যা শুরু হয় বছর দেড়েক আগে ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবতির প্রেমে পড়েন রাজু ৷ সেই প্রেম ধীরে ধীরে গাঢ় হতে থাকে ৷ শেষ পর্যন্ত ন'মাস আগে দক্ষিণ 24 পরগনার বসিরহাটের যুবতি প্রিয়া প্রামাণিককে বিয়ে করে ঘরে নিয়ে আসেন তিনি ৷ তখন থেকেই পিংকির সঙ্গে প্রিয়ার বিবাদ শুরু হয়ে যায় ৷ গতকাল সন্ধেয় সেই বিবাদ চরম আকার নেয় ৷ অভিযোগ, সেই সময় প্রিয়া তাঁর বড় সতীনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন ৷ সেই অপমান সহ্য করতে না-পেরে শোওয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন পিংকি ৷ খবর পেয়ে চাঁচল থানার পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

এই ঘটনায় পিংকির শাশুড়ি দীপা প্রামাণিক প্রিয়াকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "ঝামেলার জেরে গত তিনদিন পিংকি ভাত খায়নি ৷ গতকাল রাতে বাড়ির সবার জন্য ভাত রেঁধেছে ৷ আমি ওকে ভাত খেতে বলি ৷ কিন্তু গতকালও ও ভাত খায়নি ৷ ছোট বউটা বাড়িতে আসার পর থেকেই ও এমন হয়ে গিয়েছিল ৷ 12-13 বছর আগে ছেলের সঙ্গে পিংকির বিয়ে দিয়েছিলাম ৷ আমার ছেলের মাথায় যে কী ভিমরতি হল, ন'মাস আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তোলে ৷ মেয়েটার বাড়ি বসিরহাটে ৷ ইন্টারনেট থেকে ওদের মধ্যে পরিচয় ৷ মেয়েটা খুব বদমাশ ৷ প্রিয়ার জন্যই পিংকি আত্মহত্যা করেছে ৷"

আরও পড়ুন: অতিরিক্ত পরিমাণে চেতনানাশক ইঞ্জেকশন, আত্মঘাতী তামিলনাড়ুর চিকিৎসক

এদিকে পিংকির দাদা অমল পোদ্দার বলেন, "গতকাল রাতে বোনের এক প্রতিবেশী ফোন করে খবর দেয়, পিংকি আত্মঘাতী হয়েছেন ৷ ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে ৷ আমরা রাতেই হাসপাতালে চলে যাই ৷ দেখি, ততক্ষণে বোন মারা গিয়েছেন ৷ রাজু দ্বিতীয় বিয়ে করার পর থেকেই বোনের সংসারে অশান্তি শুরু হয়েছিল ৷ গ্রামে কয়েকবার সালিশি সভাও হয়েছে ৷ সমাজের লোক বলেছিল, ওদের কোনও ঝামেলা হবে না ৷ শেষ পর্যন্ত বোনটাকে চলে যেতে হল ৷ আমাদের ধারণা, বোনকে খুন করা হয়েছে ৷ এ নিয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.