মালদা, 2 নভেম্বর: লক্ষ্মীপুজোর মেলাতে গিয়েছিলেন স্বামী । সেই সুযোগে বুধবার গভীর রাতে বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । মহিলার স্বামী বাড়ি ফিরে বৃহস্পতিবার সকালে এর প্রতিবাদ করায়, তাঁকে ও তাঁর মাকে অভিযুক্ত মারধর করে বলে অভিযোগ ৷ শ্লীলতাহানি করা হয় ওই গৃহবধূর ৷ এ নিয়ে আজ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পুলিশকে নির্যাতিতা মহিলা জানান, এ দিন সকাল সাতটা নাগাদ প্রতিবেশী এক যুবক তাঁর বাড়ির সামনে স্বামী ও শাশুড়িকে মারধর করে । তাঁর কাপড় ছিঁড়ে শ্লীলতাহানিও করে সে । মহিলার কথায়, প্রায় 5 বছর আগে তাঁর বিয়ে হয়েছে । বিয়ের পর থেকেই প্রতিবেশী ওই যুবক তাঁকে কুনজরে দেখত । গতকাল রাতে তাঁকে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে । প্রতিবাদ করায় আজ সকালে পরিবারের লোকেদের মারধর করে তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ।
ওই মহিলা বলেন, "লক্ষ্মীপুজো উপলক্ষে মেলা চলছে । বুধবার রাতে আমার স্বামী মেলাতে গিয়েছিল । রাত দুটো নাগাদ প্রতিবেশী এক যুবক বাড়িতে ঢুকে মুখ চেপে ধরে । এরপর সে আমাকে ধর্ষণের চেষ্টা করে । আমি কোনওমতে তাকে ধাক্কা মেরে বাইরে ঠেলে দিই । এরপর যা হোক করে দরজাটা লাগিয়ে ফেলি । পরে স্বামী বাড়িতে এলে তাঁকে বিষয়টি জানাই । স্বামী এ নিয়ে প্রতিবাদ করতে গেলে আজ সকালে ওই যুবক এসে আমাকে, স্বামীকে ও শাশুড়িকে মারধর করে । বিচার চেয়ে আজ আমি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলাম ।"
আরও পড়ুন: 6 বছরের মেয়ের সামনে মহিলাকে অপহরণ করে 20 দিন ধরে ধর্ষণ !
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নির্যাতিতা মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে । নির্যাতিতা মহিলার শারীরিক পরীক্ষার পাশাপাশি অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ ।