ETV Bharat / state

600 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার তরুণী - তরুণী

600 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার তরুণী ৷ ধৃতের নাম আকিনুর খাতুন ৷ বয়স 21 বছর ৷ মালদার কালিয়াচকের বাসিন্দা সে ৷ রবিবার ভোর রাতে মালদা শহর থেকে তাকে পাকড়াও করেন ইংরেজবাজার থানার পুলিশ ৷

wb_mld_01_arrested_with_brown_sugar_wb10016
600 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার তরুণী
author img

By

Published : Mar 14, 2021, 7:53 PM IST

মালদা, 14 মার্চ : মাদক-সহ গ্রেফতার তরুণী ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার 600 গ্রাম ব্রাউন সুগার ৷ উদ্ধার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ ৷

গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে রবিবার ভোর রাতে মালদা শহরের হান্টা কালী মোড় এলাকায় অভিযান চালানো হয় ৷ অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশের একটি দল ৷ তাদের কাছে খবর ছিল মাদক সঙ্গে নিয়ে কালিয়াচক থেকে বাসে উঠেছে এক তরুণী ৷ সন্টালি মোড় এলাকায় তাকে চিহ্নিত করে পাকড়াও করা হয় ৷

ভোর রাতের অভিযানে সাফল্য ইংরেজবাজার থানার ৷

জানা যায়, ধৃত তরুণীর নাম আকিনুর খাতুন ৷ বয়স 21 বছর ৷ মালদার কালিয়াচকের বাসিন্দা সে ৷ তার কাছ থেকে 200 গ্রাম ওজনের তিনটি ব্রাউন সুগারের প্য়াকেট উদ্ধার হয় ৷ পুলিশের দাবি, 600 গ্রাম ওজনের এই মাদকের বাজারদর 8 থেকে 10 লাখ টাকা ৷

আরও পড়ুন : কলকাতায় বাজেয়াপ্ত 5 কোটি টাকার মাদক, গ্রেফতার 2 কনস্টেবল সহ 5

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, প্রাথমিক জেরায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছে ওই তরুণী ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ‘কেরিয়ার’ বা বাহক হিসাবে তাকে এই কাজে নিয়োগ করেছিল পাচারকারীরা ৷ তরুণীর সঙ্গে কথা বলে সেই রাঘববোয়ালদের নাগাল পেতে চাইছে পুলিশ ৷

একটি সূত্রের দাবি, ধৃত তরুণী একজন প্রশিক্ষিত নার্স ৷ কলকাতা থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিল সে ৷ তবে এই তথ্য আদৌ সত্যি কিনা, সে বিষয়ে এখনই কোনও মন্তব্য় করতে রাজি হননি তদন্তকারীরা ৷ কিন্তু, যদি এই তথ্য সঠিক হয়, তাহলে প্রশ্ন ওঠে, একজন নার্স হয়ে কেন মাদক পাচারের মতো কাজ বেছে নিল ওই তরুণী ?

মালদা, 14 মার্চ : মাদক-সহ গ্রেফতার তরুণী ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার 600 গ্রাম ব্রাউন সুগার ৷ উদ্ধার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ ৷

গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে রবিবার ভোর রাতে মালদা শহরের হান্টা কালী মোড় এলাকায় অভিযান চালানো হয় ৷ অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশের একটি দল ৷ তাদের কাছে খবর ছিল মাদক সঙ্গে নিয়ে কালিয়াচক থেকে বাসে উঠেছে এক তরুণী ৷ সন্টালি মোড় এলাকায় তাকে চিহ্নিত করে পাকড়াও করা হয় ৷

ভোর রাতের অভিযানে সাফল্য ইংরেজবাজার থানার ৷

জানা যায়, ধৃত তরুণীর নাম আকিনুর খাতুন ৷ বয়স 21 বছর ৷ মালদার কালিয়াচকের বাসিন্দা সে ৷ তার কাছ থেকে 200 গ্রাম ওজনের তিনটি ব্রাউন সুগারের প্য়াকেট উদ্ধার হয় ৷ পুলিশের দাবি, 600 গ্রাম ওজনের এই মাদকের বাজারদর 8 থেকে 10 লাখ টাকা ৷

আরও পড়ুন : কলকাতায় বাজেয়াপ্ত 5 কোটি টাকার মাদক, গ্রেফতার 2 কনস্টেবল সহ 5

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, প্রাথমিক জেরায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছে ওই তরুণী ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ‘কেরিয়ার’ বা বাহক হিসাবে তাকে এই কাজে নিয়োগ করেছিল পাচারকারীরা ৷ তরুণীর সঙ্গে কথা বলে সেই রাঘববোয়ালদের নাগাল পেতে চাইছে পুলিশ ৷

একটি সূত্রের দাবি, ধৃত তরুণী একজন প্রশিক্ষিত নার্স ৷ কলকাতা থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিল সে ৷ তবে এই তথ্য আদৌ সত্যি কিনা, সে বিষয়ে এখনই কোনও মন্তব্য় করতে রাজি হননি তদন্তকারীরা ৷ কিন্তু, যদি এই তথ্য সঠিক হয়, তাহলে প্রশ্ন ওঠে, একজন নার্স হয়ে কেন মাদক পাচারের মতো কাজ বেছে নিল ওই তরুণী ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.