ETV Bharat / state

কোরোনা থেকে মুক্তি পেতে মহাযজ্ঞ মালদায় - News of malda

কোরোনার থেকে মুক্তি পেতে যজ্ঞের আয়োজন করলেন পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। যজ্ঞতে হাজির হয়েছিলেন পাঁচ পুরোহিতও। অনেকে বিষয়টির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Corona
Corona
author img

By

Published : May 28, 2020, 5:18 PM IST

মালদা, 28 মে: জেলায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক বেরোয়নি। এখনও খোঁজ মেলেনি নির্দিষ্ট কোনও ওষুধের। এই দুইয়ের খোঁজে দিনরাত এক করে কাজ করে চলেছেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানিয়ে দিচ্ছেন, ওষুধের খোঁজ মিলবে। মিলবে প্রতিষেধকও। কিন্তু তার জন্য সময় লাগবে অনেকটাই। এই পরিস্থিতিতে গতকাল পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মহাযজ্ঞের আয়োজন করে কোরোনা "বধে" শামিল হয়েছিলেন।

যজ্ঞ করতে হাজির হয়েছিলেন পাঁচ পুরোহিত। ঢাকঢোলের সঙ্গে কাঁসর, শঙ্খধ্বনিতে ঘণ্টা দেড়েক ধরে মেতে ওঠে গোটা এলাকা। যজ্ঞে কোরোনা মডেলের আহুতি দেওয়া হয়। অনেককে হাতজোড় করে বসে থাকতে দেখা গেছে যজ্ঞস্থানে।

কোরোনা মোকাবিলায় ওই এলাকার বাসিন্দারা চাঁদা তুলে যজ্ঞের আয়োজন করেন। মহানন্দা নদীর তীরে তৈরি করা হয় যজ্ঞকুণ্ড। সকাল থেকেই যজ্ঞের আয়োজনে ব্যস্ত ছিলেন সকলে। অবশেষে দুপুরে পাঁচ পুরোহিতের মন্ত্রোচ্চারণে শুরু হয় যজ্ঞ। মানুষের ভয় কাটাতে ঘণ্টা দেড়েক ধরে চলে আগুনে ঘি ঢালা। যজ্ঞ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ, মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়। সকাল থেকে যজ্ঞের সমস্ত জোগাড়ে ব্যস্ত ছিলেন স্থানীয় এক মহিলা বাসনা হালদার। তিনি বলেন, “আমারা দেশের মঙ্গল কামনা করে এই মহাযজ্ঞের আয়োজন করেছি। সকলেই যেন কোরোনা মহামারীর থেকে উদ্ধার হয়ে শান্তিতে বসবাস করতে পারেন। যজ্ঞের সমস্ত নিয়ম মেনেই এই মহাযজ্ঞ করা হচ্ছে।”

যজ্ঞের অন্যতম উদ্যোক্তা উদয় আচার্য বলেন, "সারা বিশ্বজুড়ে কোরোনা মহামারীর আকার নিয়েছে। কোরোনায় আক্রান্ত হয়ে দিনের পর দিন মানুষের মৃত্যু হচ্ছে। এই কোরোনা ভাইরাস থেকে বিশ্বকে মুক্ত করতে আমরা শান্তি যজ্ঞের আয়োজন করেছি। আমাদের আশা, এই যজ্ঞের মাধ্যমে কোরোনা থেকে মুক্তি পাব।”

এদিকে, মোবাইল-কম্পিউটার-ইন্টারনেটের যুগে কোরোনা ভাইরাস থেকে মুক্তি পেতে শান্তি যজ্ঞের আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

মালদা, 28 মে: জেলায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক বেরোয়নি। এখনও খোঁজ মেলেনি নির্দিষ্ট কোনও ওষুধের। এই দুইয়ের খোঁজে দিনরাত এক করে কাজ করে চলেছেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানিয়ে দিচ্ছেন, ওষুধের খোঁজ মিলবে। মিলবে প্রতিষেধকও। কিন্তু তার জন্য সময় লাগবে অনেকটাই। এই পরিস্থিতিতে গতকাল পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মহাযজ্ঞের আয়োজন করে কোরোনা "বধে" শামিল হয়েছিলেন।

যজ্ঞ করতে হাজির হয়েছিলেন পাঁচ পুরোহিত। ঢাকঢোলের সঙ্গে কাঁসর, শঙ্খধ্বনিতে ঘণ্টা দেড়েক ধরে মেতে ওঠে গোটা এলাকা। যজ্ঞে কোরোনা মডেলের আহুতি দেওয়া হয়। অনেককে হাতজোড় করে বসে থাকতে দেখা গেছে যজ্ঞস্থানে।

কোরোনা মোকাবিলায় ওই এলাকার বাসিন্দারা চাঁদা তুলে যজ্ঞের আয়োজন করেন। মহানন্দা নদীর তীরে তৈরি করা হয় যজ্ঞকুণ্ড। সকাল থেকেই যজ্ঞের আয়োজনে ব্যস্ত ছিলেন সকলে। অবশেষে দুপুরে পাঁচ পুরোহিতের মন্ত্রোচ্চারণে শুরু হয় যজ্ঞ। মানুষের ভয় কাটাতে ঘণ্টা দেড়েক ধরে চলে আগুনে ঘি ঢালা। যজ্ঞ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ, মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়। সকাল থেকে যজ্ঞের সমস্ত জোগাড়ে ব্যস্ত ছিলেন স্থানীয় এক মহিলা বাসনা হালদার। তিনি বলেন, “আমারা দেশের মঙ্গল কামনা করে এই মহাযজ্ঞের আয়োজন করেছি। সকলেই যেন কোরোনা মহামারীর থেকে উদ্ধার হয়ে শান্তিতে বসবাস করতে পারেন। যজ্ঞের সমস্ত নিয়ম মেনেই এই মহাযজ্ঞ করা হচ্ছে।”

যজ্ঞের অন্যতম উদ্যোক্তা উদয় আচার্য বলেন, "সারা বিশ্বজুড়ে কোরোনা মহামারীর আকার নিয়েছে। কোরোনায় আক্রান্ত হয়ে দিনের পর দিন মানুষের মৃত্যু হচ্ছে। এই কোরোনা ভাইরাস থেকে বিশ্বকে মুক্ত করতে আমরা শান্তি যজ্ঞের আয়োজন করেছি। আমাদের আশা, এই যজ্ঞের মাধ্যমে কোরোনা থেকে মুক্তি পাব।”

এদিকে, মোবাইল-কম্পিউটার-ইন্টারনেটের যুগে কোরোনা ভাইরাস থেকে মুক্তি পেতে শান্তি যজ্ঞের আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.